WBSLST

সফলতার দিকে একধাপ...

Thursday, May 10, 2018

Part- III, Folds and Faults (Types and Landforms)



Folds and Faults (Types and Landforms):-
type of fault
1)চ্যুতিকোণ ও চ্যুতিনতির যোগফল-
a.৯০ডিগ্রী 
b.১৮০ ডিগ্রী 
c.৪৫ডিগ্রী 
d.৩৬০ডিগ্রী
Ans:- a
2)কোণ যুক্ত চ্যুতিতল-
a.সিল্কেনসাইড 
b.ব্রেকসিয়া
c.হিভ 
d.মাইলোনাইট
Ans:-b

3)শায়িত ভাঁজের নতি থাকে
recumbent fold
a.৫-১০ডিগ্রী  
b.০-১০ডিগ্রী 
c.০-২০ ডিগ্রী  
d.১০-২০ ডিগ্রী
Ans:-b
3)ক্যালিফোর্নিয়া সান অ্যান্দ্রিয়াস চুত্যি একটি-
a.নতি স্খলন চ্যুতি 
b.আয়াম স্খলন চ্যুতি
c.তির্যক স্খলন চ্যুতি 
d.কোনোটিই নয়।
Ans:- b
san andreas fault


sanandreas fault
4)কাশ্মীর হিমালয়ের পিরপাঞ্জাল থ্রাস্ট কীসের উদাহরণ?
a.উদঘট্ট চ্যুতির 
b.পরিখা চ্যুতি 
c.সোপান চ্যুতি 
d.সংঘট্ট চ্যুতি
Ans:-d
5)বৃহদায়তন শায়িত ভাঁজকে বলে-
a.উদঘট্ট ভাঁজ
b.ন্যাপ
c.সংঘট্ট ভাঁজ
d.সমনত ভাঁজ
Ans:-b
6)যে ভাঁজের উভয়দিকের বাহুদ্বয় বিপরীত দিকে ঢালু হয় তাকে বলে-
a.প্রতিসম ভাঁজ
b.অপ্রতিসম ভাঁজ
c.উপ ভাঁজ
d.সমনত ভাঁজ
Ans:- a
7)ভাঁজের যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সর্বাধিক, তাকে বলে-
hinge linea.গ্রন্থিবিন্দু     
b.গ্রন্থিবলয়
c.আয়াম
d.ক্ষেপ
Ans:-a
8)অক্ষতল দ্বারা বিভক্ত ভাঁজের দুই অংশকে বলে-
a.অক্ষ
b.বাহু
c.গ্রন্থিবলয়
d.উদভেদ
Ans:-b
9)দার্জিলিং হিমালয় কোন ভাঁজের উদাহরণ-
a.সমনত ভাঁজ
b.শায়িত ভাঁজ
c.প্রতিসম ভাঁজ
d.অপ্রতিসম ভাঁজ
Ans:- b
10)ঊর্ধ্বভঙ্গ উপত্যকা ও অধোভঙ্গ পর্বত গঠিত হলে তাকে বলে-
a.সমনত ভূমিরূপ
b.বহুনত ভূমিরূপ
c.বৈপরীত্য ভূমিরূপ
d.একনত ভূমিরূপ
Ans:- c
11)নীচের কোনটি ভাঁজের জ্যামিতিক উপাদান-
a.ঊর্ধ্বক্ষেপ ও অধঃক্ষেপ
b.গ্রন্থি ও গ্রন্থিরেখা
c.ব্যবধি
d.ক্ষেপ
Ans:-b
fold structure
12)স্তরায়ন তল ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরের ছেদ করে,  তাকে কী বলে?
a.নতি
b.আয়াম
c.ফাটল
d.উদভেদ
Ans:-b
13)শিলাস্তর বা স্তারায়ন তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে, তাকে বলে-
strike : dip
a.নতি     
b.ভঙ্গাক্ষ
c.আয়াম
d.গ্রন্থিবিন্দু
Ans:- a


14)শিলাস্তরের নতি ও আয়াম কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়?
a.অ্যানিমোমিটার
b.ক্লাইনোমিটার
c.ম্যাগনেটোমিটার
d.প্রিসমেটিক কম্পাস
Ans:-b

15)যে রেখা বরাবর শিলাস্তরের তল বেঁকে যায়, তাকে বলে-
a.অক্ষতল
b.অনুভূমিক রেখা
c.গ্রন্থিরেখা
d.নতি
Ans:-c
fold geometry
16)রিকাম্বেন্ট বা শয়িত ভাঁজের কেন্দ্রের শিলাটি কী নামে পরিচিত?
a.শেল
b.হিঞ্জ
c.কোর
d.ভঙ্গাক্ষ
Ans:-c
17)মসৃণ চ্যুতিতল বরাবর ঘর্ষণের ফলে উদ্ভূত আচড়কাটা দাগকে বলে-
a.চ্যুতিরেখা
b.ক্ষেপ
c.ব্রেকসিয়া
d.স্লিকেন সাইড 
Ans:-d
18)ভাঁজের ঊর্ধ্বভঙ্গে গঠিত হয়-
a.শৈলশিরা
b.ইনসেলবার্জ
c.উপত্যকা
d.সমভূমি
Ans:-a
19)ভাঁজের অধোভঙ্গে গঠিত হয়-
a.শৈলশিরা
b.ইনসেলবার্জ
c.উপত্যকা
d.সমভূমি
Ans:-c
20)পৃথিবীর সবচেয়ে বড় চ্যুতি হল-
a.সান আন্দ্রিজ চ্যুতি
b.হিমালিয়ান চ্যুতি
c.কারাকোরাম চ্যুতি
d.নর্মদা চ্যুতি
Ans:-a
21)কোন চ্যুতির মাধ্যমে খরস্রোতের সৃষ্টি হয়-
a.পরিখা চ্যুতি
b.স্বাভাবিক চ্যুতি
c.সোপান চ্যুতি
d.বিলোম চ্যুতি
Ans:-c
22)কোন চ্যুতিতে ভূমিধ্বসের সম্ভবনা প্রবল-
step fault
a.বিলোম চ্যুতি   
b.অনুলোম চ্যুতি
c.সোপান চ্যুতি
d.পরিখা চ্যুতি
Ans:-a
23)প্রতিসম ভাঁজ দেখা যায়-
a.ক্যালিফোর্নিয়ার রেনবো বেসিনে
b.কাশ্মীর হিমালয়ে
c.দার্জিলিং হিমালয়ে
d.আরাবল্লী পর্বতে
Ans:-a
reverse fault
24)আয়াম সর্বদা চ্যুতি তলের সঙ্গে অবস্থান করে-
a.সমকোণে
b.৬০ ডিগ্রী কোণে
c.৩০ডিগ্রী কোণে
d.২০ডিগ্রী কোণে
Ans:-a

25)যে চ্যুতিতে শিলাস্তর অভিকর্ষের বিপরীতে উঠে পড়ে, তাকে বলে-
a.স্বাভাবিক বা অনুলোম  চ্যুতি 
b.বিপরা বা বিলোম চ্যুতি
c.তির্যক চ্যুতি
d.অধিরেপণ চ্যুতি
Ans:-b

26)চ্যুতির ফলে দুটি শিলাস্তরের মধ্যে যে অনুভূমিক দূরত্ব তৈরী হয় তাকে বলে-
a.হিভ বা ব্যবধি
b.থ্রো বা ক্ষেপ
c.হেড
d.নতি
Ans:-a
27)চ্যুতিতলে শিলাস্তরের ঘর্ষণের ফলে সৃষ্ট  মিহি পাউডার শিলাচূর্ণ হল-
a.ফ্লুকান
b.গাউজি
c.ফেনস্টার
d.মাইলোনাইট
Ans:-b
28)ন্যাপের বিচ্ছিন্ন অংশ টুপির আকারে অবস্থান করলে, তাকে বলে-
a.ক্লিপে
b.ফেনস্টার
c.ফ্লুকান
d.সবকটি
Ans:-a
আমাদের আরও একটি পেজ চাইলে দেখতে পারেন লিঙ্ক নিচে দেওয়া হল-
Click Here

No comments:

Post a Comment