WBSLST

সফলতার দিকে একধাপ...

Friday, May 4, 2018

Earth's crust( Composition and Layering)

Earth's crust( Composition and Layering):-
earth crust thumbnail
1)ভূ-ত্বক গঠনকারী প্রধান উপাদান-
a) অক্সিজেন
b) লোহা
c)ক্যালসিয়াম
d)অ্যালুমিনিয়াম
Ans:- a)
2) সামুদ্রিক ভূত্ত্ব কোন শিলা দ্বারা গঠিত?
a.গ্রানাইট 
b.ব্যাসল্ট
c.চুনাপাথর 
d.কোয়ার্টজাইট
Ans:- b
3)পৃথিবীর উষ্নতম স্তর হল 
interior of earth
a.গুরুমন্ডল 
b.শিলামন্ডল 
c.কেন্দ্রমন্ডল
d.কোনোটিই নয়।
Ans:- c


4)কেন্দ্রমন্ডলে চাপের পরিমান কত
a.২৫০০কিলোবার
b.২৭০০কিলোবার
c.৩০০০কিলোবার
d.৩৫০০কিলোবার
Ans:- d
5)মহাদেশীয় ভূত্ত্বকের ঘনত্ত্ব কত?
a.২.১৫গ্রাম/ঘন সেমি
b.২.৩৫ গ্রাম/ঘন সেমি
c.২.৬৫গ্রাম/ঘন সেমি
d.২.৯০গ্রাম/ঘন সেমি
Ans:- c
6)মহাসাগরীয় ভূত্ত্বকের ঘনত্ত্ব কত?
a.২.১৫গ্রাম/ঘন সেমি
b.২.৩৫ গ্রাম/ঘন সেমি
c.২.৬৫গ্রাম/ঘন সেমি
d.২.৯০গ্রাম/ঘন সেমি
Ans:- d
7)নিফে নামে পরিচিত স্তরটি হল-
স্তর বিন্যাস
*স্তর বিন্যাস *

a.সিয়াল

b.সিমা 
c.কেন্দ্রমন্ডল
d.ম্যান্টল
Ans:- c
8)ভূত্ত্বকের গড় গভীরতা কত?
a.৫-৭কিমি 
b.১০-২০ কিমি
c.১৬-৪০কিমি
d.২০-৭০কিমি
Ans:- c
9)ভূ-ত্বকের সিয়াল ও সিমা স্তরের মাঝের বিযুক্তি হল-
a.মোহো বিযুক্তিতল 
b.কনরাড বিযুক্তিতল
c.রেপিট্টি বিযুক্তিতল 
d.গুটেনবার্গ বিযুক্তিতল
Ans:- b
discontinuity
10.ভূ-অভ্যন্তরভাগ গঠনকারী উপাদানগুলির মধ্যে কোনটির পরিমান সবচেয়ে বেশি?
a.অক্সিজেন 
b.সিলিকন 
c.অ্যালুমিনিয়াম 
d লোহা
Ans:- d
11)ভূ-অভ্যন্তরের গঠন সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হল-
a.খনি থেকে নমুনা সংগ্রহ
b.ভূ-কম্প তরঙ্গ বিশ্লেষণ
c.উল্কাপিন্ড বিশ্লেষণ
d ম্যাগমা বিশ্লেষণ
Ans:- b
12)কোন কৌণিক দূরত্বের মধ্যে ভূ-কম্প ছায়াবলয় অবস্থিত?
a.৪০-৮০ ডিগ্রি 
b.৯০-১০৪ ডিগ্রি 
c.১০৫-১৪২ডিগ্রি
d.১১৪-১৪০ডিগ্রি
Ans:- c
13)কোন শিলার উপস্থিতি অ্যাসথেনোস্ফিয়ারে বেশি-
a.গ্রানাইট 
b.ব্যাসল্ট 
c.পেরিডোটাইট
d.পেগমাটাইট
Ans:- c
14)গুটেনবার্গ বিযুক্তিতলের উষ্নতা কত ডিগ্রী?
a.2800c
b.3800c
c.4800c
d.5800c
Ans:- b
15)প্রথম সিয়াল শব্দটি ব্যাবহার করেন-
a.লেহম্যান 
b.এডওয়ার্ড সসেজ 
c.এডওয়ার্ড লিও 
d.এডওয়ার্ড ক্যারি
Ans:- b
16)সিয়াল ওসিমা স্তরের প্রথম ধারণা দেন -
a.টেলর 
b.স্নাইডার 
c.হামবোল্ড 
d.সুয়েস
Ans:- d
17)ভূ-অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্নতার ক্রমবর্ধমান হারকে কী বলে?
a.থার্মাল গ্রেডিয়েন্ট 
b.জিওথার্মাল গ্রেডিয়েন্ট
c.কোরাল গ্রেডিয়েন্ট 
d.প্রেসার গ্রেডিয়েন্ট
Ans:- b
18) ৬৬০ কিমি বিযুক্তি বলা হয় কোন বিযুক্তিতলকে?
a.মোহো বিযুক্তিতল 
b.কনরাড বিযুক্তিতল 
c.রেপিট্টি বিযুক্তিতল 
d.গুটেনবার্গ বিযুক্তিতল
Ans:- c
earth layring
19)কোন ভূ-তত্ত্ববিদ অ্যাসথেনোস্ফিয়ার নামকরণটি করেন?
a.ব্যারেল(1914) 
b.কান্ট
c.ডাটন 
d.ডেভিস
Ans:- a
20)লেহম্যান বিযুক্তিতলের অপর নাম কী?
a.M বিযুক্তিতল 
b.কনরাড বিযুক্তিতল 
c.বুলেন বিযুক্তিতল
d.ওল্ডহ্যাম  বিযুক্তিতল
Ans:- c
21)গুরুমন্ডলের গভীরতা কত?
a.১২০০ কিমি 
b.২৫৯৫কিমি 
c.২৯০০কিমি 
d.২৮৬০কিমি
Ans:- c
22)ভূ-অভ্যন্তরে স্বল্প গতিবেগসম্পন্ন অঞ্চল কোনটি?
a.অন্তঃকেন্দ্রমন্ডল 
b.বহিঃকেন্দ্রমন্ডল 
c.অ্যাসথেনোস্ফিয়ার 
d.গুরুমন্ডল
Ans:- c
23)কোন গভীরতায় লেহম্যান বিযুক্তি অবস্থান করে?
a.৫১৫ কিমি 
b.৫১৫০ কিমি 
c.৫০৫০কিমি 
d.৫৫২৫কিমি
Ans:- b
                                                                continue ....

No comments:

Post a Comment