WBSLST

সফলতার দিকে একধাপ...

Friday, July 13, 2018

Landform and Process-(Fluvial & Glacial)

Landform and Process-(Fluvial & Glacial):-

1)নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে ছোট ছোট নুড়ি নীচের দিকে নেমে আসে কোন প্রক্রিয়ায়--
a.দ্রবণ
b.ভাসমান
c.লম্ফদান
d.আকর্ষণ
Ans:-d
2)চ্যুতির ফলে সৃষ্ট জলপ্রপাত হল-
a.জাম্বেসি
b.হুড্রু
c.য়োসেমতি
d.নায়াগ্রা
Ans:-d
3)উত্তর আয়ারল্যান্ডের টিয়ারস অব দ্যা গ্লেন জলপ্রপাত হল--
a.ক্যাটারাক্ট
b.ক্যাসকেড
c.রাপিড
d.সবকটি
Ans:-b
Fluvial & Glacial landforms Thumbnail

4)জলপ্রপাত প্রধানত নদীর কোন গতিতে সৃষ্টি হয়?
a.উচ্চ গতি
b.মধ্য গতি
c.নিম্ন গতি
d.কোনটিই নয়
Ans:-a
5)ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে?
a.দুধসাগর
b.গেরসোপ্পা
c.নোহকালিকাই
d.চিত্রকোট
Ans:-d
6)নদীর জলপ্রবাহ মাপার একক হল-
a.কিউসেক
b.কিউমেক
c.নট্
d.a+b
Ans:-d
7)কিউসেক বলতে বোঝায়-
a.কিউবিক ফুট/সেকেন্ড
b.কিউবিক সেমি/সেকেন্ড
c.কিউবিক মিটার/সেকেন্ড
d.কিউবিক কিমি/সেকেন্ড
Ans:-a
8)কিউমেক বলতে বোঝায়-
a.কিউবিক ফুট/সেকেন্ড
b.কিউবিক সেমি/সেকেন্ড
c.কিউবিক মিটার/সেকেন্ড
d.কিউবিক কিমি/সেকেন্ড
Ans:-c
9)ব-দ্বীপ কথাটি কে প্রথম ব্যবহার করেন?
a.টলেমী
b.হেরোডোটাস
c.গিলবার্ট
d.অ্যানাক্সিমিন্ডার।
Ans:-b
10)কোন প্রক্রিয়ায় পটহল সৃষ্টি হয়?
a.ঘর্ষণ
b. অবঘর্ষ 
c.দ্রবণ
d.ক্যাভিটেশন
Ans:-b
11)ইয়াজু নদী কোথায় দেখা যায়--
a.চীনে
b.ব্রাজিলে
c.আফ্রিকায়
d.আমেরিকা যুক্তরাষ্ট্রে
Ans:-d
12)বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ--
a.সমান্তরাল
b.পিনেট
c.আয়তকার
d.অঙ্গুরীয়
Ans:-b
13)নদীর পর্যায়িত ঢাল কোন অবস্থায় দেখা যায়?
a.যৌবন
b.পরিণত
c.বার্ধক্য 
d.পরিণত ও বার্ধক্য
Ans:-b
14)নদীর ক্ষয়চক্রের কোন পর্যায়ে আপেক্ষিক উচ্চতা সর্বাধিক হয় ?
a.যৌবন
b.পরিণত
c.বার্ধক্য 
d.পরিণত ও বার্ধক্য
Ans:-a
15)ক্রিকমের মতে প্লাবনভূমির ওপর পাশাপাশি অবস্থিত নদীগুলি পার্শ্বক্ষয়ের ফলে কোন ভূমিরূপ গঠিত হয়?
a.পেডিপ্লেন
b.পেনিপ্লেন
c.প্যানপ্লেন
d.প্যানফ্যান
Ans:-c
16)ভাঁজযুক্ত গঠনে উর্ধ্বভঙ্গ উপত্যকার মধ্যে প্রবাহিত নদী--
a.অনুদৈর্ঘ্য অনুগামী নদী
b.লম্ব অনুগামী নদী
c.পরবর্তী নদী
d.বিপরা নদী
Ans:-c
17)Sinuosity Index নীচের কোনটির সাথে সম্পর্কিত?
a.নদী
b.হিমবাহ
c.পরিহিমবাহ
d.বায়ুপ্রবাহ
Ans:-a
18)'নদী উপত্যকার সৃষ্টি করে'- কে প্রথম বলেন?
a.লিওনার্দো দ্য ভিঞ্চি
b.হেরোডোটাস
c.ডেভিস
d.পেঙ্ক
Ans:-a
19)নদী গ্রাস সৃষ্টি হয় কোন ক্ষয়ে?
a.উৎসমুখী ক্ষয়
b.পশ্চাতমুখী ক্ষয়ে
c.উপত্যকা ক্ষয়ে
d.নালি ক্ষয়ে
Ans:-a
20)নীচের কোনটি যান্ত্রিক ক্ষয় নয়?
a.ঘর্ষণ
b. অবঘর্ষ 
c.দ্রবণ 
d.জলপ্রবাহ ক্ষয়
Ans:-d
21)গোদাবরী নদী উপত্যকা কোন জলনির্গম প্রণালীর উদাহরণ?
a.বৃক্ষরূপী
b.জাফরীরূপী
c.কেন্দ্রমুখী
d.সমান্তরাল
Ans:-a
22)বদ্বীপ গঠনের জন্য আদর্শ -
a.হাইপোপিকনাল
b.হাইপারপিকনাল
c.হোমোপিকনাল
d.আইসোপিকনাল
Ans:-a
23)একটি অনুগামী নদী হল-
a.যমুনা
b.ঘর্ঘরা
c.গঙ্গা
d.কোশী
Ans:-c
24)প্লাবন ভূমিতে সৃষ্ট একটি ভূমিরূপ হল-
a.বিন্দুবার
b.কাসকেড
c.নদীচর
d.সবকটি
Ans:-a
25)অনেকগুলো পটহোল একত্রে অবস্থান করলে তাকে বলে-
a.পটহোল কলোনি
b.পটহোল স্টেট
c.পট গোত্র
d.পটহোল কমিউনিটি
Ans:-a
26)একটি র‍্যাম্প উপত্যকার উদাহরণ হল--
a.নর্মদা
b.ব্রহ্মপুত্র
c.গঙ্গা
d.কোশী
Ans:-b
27)জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় -
a) মন্থকূপ 
b) ফিয়র্ড 
c) প্রপাতকূপ 
d) পলল ব্যজনী
Ans:-c
28)মর্ট লেক পরিলক্ষিত হয় -
a) সৈকত ভূমিতে
b) প্লাবনভূমিতে
c) দোয়াব অঞ্চলে
d) পলল ব্যজনীতে
Ans:-b
29)নদীর নিক পয়েন্ট এর মধ্যে সৃষ্টি হয়-
a) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
b) প্লাবনভূমি
c) জলপ্রপাত
d) পলল শঙ্কু
Ans:-c
30) ষষ্ঠ ঘাতের সূত্রের প্রবক্তা হলেন-
a) G.K. Gilbert
b) J.W. Powell
c) S.W. Mullar
d) K. brayan
Ans:-a
31) জাইরে নদীতে কটি খরস্রোত আছে?
A. ৩০
B. ৩২
C. ৩৫
D. ২৮
Ans:-b
32)নদীর দৈর্ঘ্য বরাবর নীচু জায়গাটিতে অপেক্ষাকৃত সুক্ষ্ম পদার্থ সঞ্চিত হলে তাকে কি বলে?
A. পুল
B. রিফল
C. সালোয়েগ
D. কোনোটিই নয়
Ans:-a
33) কেটল হৃদের তলদেশে স্তরে স্তরে পলি সঞ্চিত হলে তাকে বলে--
A. পিনাকল
B. ভার্ব
C. নেভা
D. ফিন
Ans:-b
34). ভৃগু তট নদী বলে---
A. পরবর্তী
B. বিপরা
C. পুনর্ভবা
D. পূর্ববর্তী
Ans:-b
35)পৃথিবীর বৃহত্তম প্ল্যায়া হল
A. লা_প্লায়া
B. প‍্যান
C. স‍্যালিনা
D. রিফল
Ans:-a
36) নদীর গতি বেগ দ্বিগুন বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় -
A. 49
B. 64
C. 81
D. 25
Ans:-b
37) পৃথিবীর সবচেয়ে ছোট নদী  কোথায় অবস্থিত?
A. আমেরিকা
B. রাশিয়া
C. ভারত
D. আফ্রিকা
Ans:-a
38)মরু অঞ্চলের শুষ্ক নদী খাত কে বলে....
A.ওয়াদি
B. হামাদা
C.আকলে
 D.প্লায়া
Ans:-a
39)পৃথিবীর ধীরতম হিমবাহ হল--
a.ক্যুয়ারেয়াক
b. সিয়াচেন 
c.মেসার্ভ 
d.মালাসপিনা
Ans:-c
40)করি বা সার্ক এর অপর নাম--
a.কুম
b. কার
c.বটন ও জেদেল
d.সবকটি
Ans:-d
41)হিমবাহের সম্মুখভাগের আকৃতি জিভের মতো হলে তাকে কী বলে?
a.নুনাটাকস্
b. শেলফ
c.স্নাউট
d.কুলাস
Ans:-c
42)রসেমতানের যে ঢালটি মৃদু ও মসৃণ প্রকৃতির তাকে বলে-
a.টেল
b. টিলাইট
c.স্টস
d. বস
Ans:-c
43)একটি হিমসিঁড়ির কয়টি অংশ-
a.২টি
b.৩টি
c.৪টি
d.৫টি
Ans:-b
44)কাশ্মীরে পাহেলগাঁও এর আদর্শ উদাহরণ-
A. এসকার
B. অগামুখ
C. ফসি
D.স্নাউট
Ans:-b
45) ফিয়র্ড দেখা যায় -
a)তামিলনাড়ু উপকূলে
b) ইতালি উপকূলে
c) নরওয়ে উপকূলে
d) পেরু উপকূলে
Ans:-c
46) সবথেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় -
a) রকি 
b) আন্দিজ 
c) হিমালয় 
d) আল্পস পর্বতে
Ans:-c
47)করি উপত‍্যাকায় সৃষ্ট হৃদকে বলে--
A. সার্ক
B. স্টস
C. কুম
D.টার্ন
Ans:-d
48) সার্ক সৃষ্টি হয় হিমবাহের কোন প্রক্রিয়ায়?
A. ঘর্ষন
B. অবঘর্ষ
C. উত্টপাটন
D.আকর্ষণ
Ans:-c
49) বরফের গলণাঙ্ক বৃদ্ধির দরুন গলিত শীতল জল পূনরায় জমাট হয়ে বরফে পরিনত হওয়াকে বলে
A. কার্বনেশন
B. পলিনেশন
C. রেগলেশন
D. পিনাকল
Ans:-c
50)স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসল একটি.....
A.ক্র্যাগ
B.টিল
C.রসেমতানে
D. পিনাকল
Ans:-a
51) হিমবাহের মস্তক দেশে বিপরীতমুখী ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হল--
a.সার্ক
b.এস্কার
c. ড্রামলিন
d.কল
Ans:-d
52)রসেমতানের যে ঢালটি  মৃদু ও মসৃণ প্রকৃতির
a.স্টস
b.এরিটি
c.ক্র্যাগ
d. টেল
Ans:-a
53)হিমদ্রণীগুলিকে ওয়েলসে বলে--
a.করি
b.সার্ক
c. কুম
d. কার
Ans:-c
54)হিমসিড়িঁর নিম্ন প্রান্তের উত্থিত খাড়া অংশকে বলে--
a.ট্রেড
b.রাইজার
c. রিগেল
d. ফিন
Ans:-b
55)হিমবাহপৃষ্ঠের সৃষ্ট ফাটলগুলিকে কি  বলে?
a.বার্গস্রুন্ড
b.ক্রেভাস
c. কেটেল
d.নব
Ans:-b
56) মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে যেখানে বরফস্তুপ  তেমন পুরু নয়,সেখানে বরফ মুক্ত পর্বতচূড়া কে বলা হয়--
a.সিরাক
b. এরিটি
c.নুনাটাকস
d.এসকার
Ans:-c







No comments:

Post a Comment