WBSLST

সফলতার দিকে একধাপ...

Wednesday, May 16, 2018

Part-IV, Mountain Building and Plate Tectonics.

Mountain Building and Plate Tectonics:-
1)প্রাচীন ভঙ্গিল পর্বতের একটি উদাহরণ হল-
a.আল্পস 
b.রকি 
c.গ্রেট ডিভাইডিং রেঞ্জ
d.আন্দিজ
Ans:-c
(নবীন টার্শিয়ারী যুগে সৃষ্ট:-
হিমালয়, আল্পস, রকি, আন্দিজ,আটলাস,
প্রাচীন:- আরাবল্লী, অ্যাপালেশিয়ান, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, উরাল, তিয়েনসান)
2)ভঙ্গিল পর্বতের সৃষ্টির প্রাচীনতম মতবাদ কোনটি?
a.তাপীয় সংকোচন মতবাদ
b.পরিচলন স্রোত মতবাদ
c.মহীসঞ্চরণ মতবাদ
d.পাত সংস্থান মতবাদ
Ans:-a
3)পরিচলন স্রোতের কথা প্রথম বলেন-
a.হোমস 
b.হাবল 
c.ডাটন 
d.জেফ্রিস
Ans:-a
4)টেথিস মহিখাত হল-
a.মনোজিওসিন ক্লাইন
b.পলিজিওসিনক্লাইন
c.মেসোজিওসিনক্লাইন
d.সবকটি
Ans:-c
5)'Level of no Strain'- এর ধারণা কে দেন?
a.ড্যালি
b.জলি
c.জেফ্রি
d.টেলর
Ans:-c
6)কোবারের মহিখাত তত্ত্বের সঠিক পর্যায়ক্রমটি হল-
a.লিথোজেনেসিস→ওরোজেনেসিস→লিপ্টোজেনেসিস
b.লিপ্টোজেনেসিস→লিথোজেনেসিস→ওরোজেনেসিস
c.লিথোজেনেসিস→লিপ্টোজেনেসিস→ওরোজেনেসিস
d.ওরোজেনেসিস→লিথোজেনেসিস→লিপ্টোজেনেসিস
Ans:-a
7)ক্রাটোজেন নামকরণ কে করেন?
a.কোবার 
b.জেফ্রিস 
c.ডানা 
d.হল
Ans:-a
8)জি-অ্যান্টিক্লাইন বা ভূ-ঊধর্বভঙ্গের উদাহরণ হল-
a.আঙ্গারাল্যান্ড 
b.গন্ডোয়ানাল্যান্ড
c.a+b
d.কোনোটিই নয়
Ans:-c
9)হিমালয় পর্বতের দক্ষিণের অংশ হল-
a.মায়োজিওসিনক্লাইন
b.ইউজিওসিনক্লাইন 
c.গ্লিপ্টোজিওসিনক্লাইন 
d.ফ্লিশ
Ans:-a
10)একটি মধ্যমাভূমি বা মিডিয়ান মাস হল- 
a.ইরান  ও তিব্বত মালভূমি 
b.হাঙ্গেরী সমভূমি 
c.ভূমধ্যসাগর 
d.সবকটি
Ans:-d
11)নিম্নলিখিত ভূ-ত্বকীয় অংশগুলির মধ্যে কোনটির ঘনত্ব সবথেকে কম?
a.হিমালয় পর্বত
b.দাক্ষিণাত্য মালভূমি  
c.গাঙ্গেয় সমভূমি 
d.উপকূলীয় সমভূমি
Ans:-a
John Tuzo Wilson
12)'পাত' শব্দটি প্রথম ব্যবহার করেন-
a.উইলসন
b.অলিভার 
c.পিচোঁ 
d.ম্যাকেঞ্জ
Ans:-a
13)পাতসংস্থান তত্ত্বের জনক কে?
Xavier Le Pichon
a.উইলসন 
b.অলিভার 

c.পিচোঁ
d.ম্যাকেঞ্জি
Ans:-c
14)ফ্লেক টেকটনিকস্ নামকরণ কে করেন?
a.পিচোঁ
b.উইলসন 
c.পার্কার 
d.অক্সবার্গ
Ans:-d
15)যেখানে দুটি পাত মিলিত হয় তাকে বলে?
a.পাত সীমানা 
b.পাত বলয় 
c.পাত কেন্দ্র 
d.পাত সীমান্ত 
Ans:-d
16)বিপরীত নিমজ্জন (Obduction) দেখা যায়-
a.পপুয়া নিউগিনিতে 
b.হাওয়াই দ্বীপপুঞ্জ 
c.ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ  
d.তিব্বত মালভূমিতে
Ans:-a
17)উত্তর আমেরিকার পশ্চিম উপকূল হল -
a.নিরপেক্ষ পাত সীমান্ত 
b.অভিসারী পাত সীমান্তে 
c.প্রতিসারী পাত সীমান্তে 
d.ত্রিপাত সীমান্তে অবস্থিত
Ans:-a
18)ইউরেশীয় ও ইন্দো-অস্ট্রেলীয় পাতের মিলনে কোন পর্বতের উৎপত্তি ঘটে?
a.আন্দিজ 
b.রকি 
c.হিমালয় 
d.আল্পস
Ans:-c
19)যে রেখা বরাবর দুটি পাত মিলিত হয় তাকে বলে-
a.বেনিয়ফ মন্ডল 
b.সিবন রেখা 
c.পাত সীমান্ত 
d.সংঘাত অঞ্চল
Ans:-b
20)সীবনরেখা( Suture Line) দেখা যায়-
a.মহাদেশীয় -মহাদেশীয় পাতে
b.মহাসাগরীয় -মহাসাগরীয় পাতে
c.মহাদেশীয় -মহাসাগরীয় পাতে
d.মহাসাগরীয় -মহাদেশীয় পাতে
Ans:-a
21)ভূমিকম্পের কেন্দ্র তৈরি সাথে অধিক সম্পর্কযুক্ত বিষয়টি হল-
a.বেনিয়ফ মন্ডল
b.হটস্পট
c.ত্রিপাত সীমান্ত
d.সিবনরেখা
Ans:-a
22)পাত সরে গেলে-
a.তপ্তবিন্দু সরে যায়
b.তপ্তবিন্দু সক্রিয় হয়ে ওঠে
c.তপ্তবিন্দু পূর্বের অবস্থা বর্তমান থাকে
d.সবকটি
Ans:-a
23)কোন পাত সীমান্ত বরাবর ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে?
a.ধ্বংসাত্মক 
b.প্রতিসারী 
c.গঠনাত্মক 
d.কোনোটিই নয়
Ans:-a
24)পাতের নিমজ্জিত ঢালু অংশকে বলা হয়-
a.ত্রিপাত সংযোগ
b.বেনিয়ফ অঞ্চল
c.সিবনরেখা
d.নিরপেক্ষ পাত সীমান্ত
Ans:-b
25)ত্রিপাত সিমান্তে অবস্থিত নিষ্ক্রিয় বাহু কী নামে পরিচিত?
a.অটোকথন
b.প্যারা-অটোকথন
c.অলাকোজেন
d.ফ্লেক টেকটনিকস
Ans:-c
26)পৃথিবীর সবচেয়ে বড় পাত হল-
a.ইউরেশিয়া 
b. আমেরিকান 
c.ইন্দো-অস্ট্রেলিয়া
d.প্রশান্ত মহাসাগরীয়
Ans:-d
27)লোহিত সাগর কোন পাত সীমান্তে অবস্থিত?
a.প্রতিসারী 
b.অভিসারী 
c ত্রিপাত সীমান্তে 
d.সবকটি
Ans:-a
28)প্রধান বা বড় পাতের সংখ্যা কত?
a.৫টি 
b.৭টি 
c.১৫টি
d.২০টি
Ans:-b
29). সমুদ্র তলদেশের নীচে পুঞ্জীভূত ম্যাগমা ভূপৃষ্ঠে তৈরী করে ?
a.সার্ক
b.হট স্পট 
c.কজওয়ে
d.ডোলিন
Ans:-b
30) আল্পস পর্বতের উৎপত্তি হয় 
a. আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয়  পাতের সংঘর্ষের ফলে
b. ইউরেশিয়া ও আফ্রিকা পাতের সংঘর্ষের ফলে 
c. অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয়  পাতের সংঘর্ষের ফলে
d. ভারতীয় ও এশিয়া প্রশান্ত   পাতের সংঘর্ষের ফলে
Ans:-b
31) কার তত্বে "মিডিয়ান মাস" কথাটি ব্যবহার করা হয়?
a.প্লেটো
b.হোমস
c.জেফ্রিস
d.কোবার 
Ans:-d
32) পরিচলন স্রোত তত্ত্বটির আবিষ্কর্তা হলেন-
a. মরগ্যান
b.আর্থার হোমস
c.পার্কার
d.পিঁচো
Ans:-b
33) নাজকা পাত রয়েছে -
a.দক্ষিণ আমেরিকার পশ্চিমে 
b.দক্ষিণ আমেরিকার পূর্বে 
c.উত্তর আমেরিকার পূর্বে 
d.উত্তর আমেরিকার পশ্চিমে 
Ans:-a
34)  সর্বাধিক দ্রুতগতির পাত হল --
a.প্রশান্ত মহাসাগরীয় পাত 
b.আটলান্টিক  মহাসাগরীয় পাত
c.আইসল্যান্ড পাত
d.নাজকা পাত 
Ans:-a
35)কোন ধরনের পাত সীমানাই বৃত্তচাপীয় দ্বীপমালা অধিক দেখা যায় ?
a.গঠনাত্মক পাতসীমানা 
b.ধ্বংসাত্মক পাত সীমানা
c.নিরপেক্ষ পাত সীমানা
d.যে কোনো পাত সীমানা
Ans:-b
36)পাতের অভিসারী চলনের ফলে নিম্নলিখিত কোন ভূমিরূপ টি গড়ে ওঠে ?
a.ভঙ্গিল পর্বত 
b.মধ্য সামুদ্রিক শৈলশিরা 
c.বদ্বীপ 
d.কোনোটিই নয়
Ans:-a
37)বেনিয়ফ অঞ্চল চিহ্নিত করেন-
a.হিউগো বেনিয়ফ
b.কে ওয়াদিতি
c.দুজনেই
d.কেউ নন
Ans:-c
38)  সান আন্দ্রিজ চ্যুতি  কি ধরনের পাত সীমান্ত  ?
a.গঠনকারী
b.বিনাশকারী
c.নিরপেক্ষ 
d.ত্রিপাত সীমান্ত 
Ans:-c



2 comments: