WBSLST

সফলতার দিকে একধাপ...

Wednesday, July 18, 2018

Landform and Process ( Wind, Karst)

Landform and Process ( Wind, Karst):-

1)বালিয়াড়ি দ্বারা আবৃত্ত মরুকে কী বলে?
a.আর্গ
b.হামাদা
c.বাজাদা
d.রেগ
Ans:-a
2)নিডলস তৈরি হয় বায়ুর কোন প্রক্রিয়ায়?
a.অবনমন
b.ঘর্ষণ
c.অবঘর্ষ 
d.দখলি
Ans:-c
3)লোয়েস সমভূমি মধ্য ইউরোপে কী নামে পরিচিত?
a.অ্যাডোব
b.লিফোঁ
c.লিমন
d.সেলিমা
Ans:-c
THUMBNAIL WIND & KARST

4)ব্রাজিল নাটের মতো দেখতে ভূমিরূপ হল-
a.ভেন্টিফ্যাক্ট
b.ড্রাইকান্টার
c.আইকান্টার
d.ট্রাইকান্টার
Ans:-a
5) জিউগেন এর ক্ষেত্রে নরম ও কঠিন শিলার অবস্থান-
a.অনুভূমিক
b.উলম্ব
c.অনুভূমিক ও উলম্ব
d.কোনোটিই নয়
Ans:-a
6)  ককপিট কান্ট্রি কাকে বলে?
a. অস্ট্রেলিয়াকে
b.ব্রাজিলকে
c.জামাইকাকে
d.কাজাখস্তানকে
Ans:-c
7) Terra Rossa  থেকে কী সংগ্রহ করা হয়?
a.বক্সাইট
b.গ্যালিনা
c.হিরে
d.কোন্ডারাম
Ans:-a
8)Terra Rossa নামকরন করেন কে?
a.ক্যুবিয়েনা
b.ম্যালট
c.হয়েট
d.ডেভিস
Ans:-a
9) Spa Town কোন প্রস্রবণের কাছে গড়ে ওঠে?
a.দ্রবণ প্রস্রবণ
b.খনিজ প্রস্রবণ
c.যুগ্ম প্রস্রবণ
d. যৌগিক প্রস্রবণ
Ans:-b
(এই প্রশ্নটার সম্পর্কিত প্রশ্ন ইন্টারভিউে ধরা হয়েছিল; 
spa Town এর উদাহরণ হলঃ- ভরতের রাজগীর, ইংল্যান্ডের চেলটেনহাম স্পা; আশাকরি সবার কাজে লাগবে)
10) ছোট আয়তনের উভালাগুলি কি নামে পরিচিত?
a.পোলজি
b.পোনর
c.জামা
d.ক্যাল্ক টুফা
Ans:- c
11.মেক্সিকোতে ধান্দ কী নমে পরিচিত?
a.শটস্
b.বোলসন
c.সালইনা
d.সিঙ্ক
Ans:-b
12.বালুকাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত?
a.আর্গ
b.কুম
c.রেগ
d.হামাদা
Ans:-a
13.শিলাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত?
a.আর্গ
b.কুম
c.রেগ
d.হামাদা
Ans:- d
14.দ্রাস বালিয়াড়ি দেখতে--
a. তিমি মাছের পিঠের মতো।
b.তারা মাছের পিঠের মতো।
c.পিরামিডের মতো।
d.সবকটি
Ans:-a
15.একাধিক  বার্খান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয়--
a. অ্যাকলে
b.সিফ
c.রোর্ডস
d.রোজেন
Ans: a
16. বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে--
a.গ্রাবরেখা
b.টিলাইট
c.ভ্যালিট্রেন
d.ব্যবচ্ছিন্ন সমভূমি
Ans:-c
17.টেরারোসা মূলত কোন জলবায়ুতে সৃষ্টি  হয়?
a.ক্রান্তীয় অঞ্চলে
b.মরু অঞ্চলে 
c.নিরক্ষীয় অঞ্চলে
d.ভূমধ্যসাগরীয় অঞ্চলে
Ans:-d
18.'ফনটেন দ্য ভ্যক্লুস' প্রস্রবণটি কোথায় অবস্থিত? 
a.রাইন নদী উপত্যকা
b.টেমস নদী উপত্যকা 
c.রোন নদী উপত্যকা
d.নর্মদা নদী উপত্যকা 
Ans :-c
19.কার্স্ট উপত্যকার আকৃতি কেমন?
a. V  আকৃতির
b.U আকৃতির 
c.I আকৃতির 
d.সবকটি
Ans:-b
20.গোলাকার শিলা দ্বারা গঠিত কারেণ--
a.ট্রিট কারেণ
b.রুন্ড কারেণ
c.ক্লুফট কারেণ
d.রিল কারেণ
Ans:-b
21.ভারতে গ্যালারী গুহা কোথায় দেখা যায়?
a.মেঘালয়ে
b.অন্ধ্রপ্রদেশে
c.মধ্যপ্রদেশে
d.বিহারে
Ans:-b
22.কারেন অপেক্ষাকৃত বৃহৎ ও দীর্ঘখাত যুক্ত হলে তাকে বলে-
a.ল্যাপিস
b.আভেন
c.কার্টেন
d. বোগাজ
Ans:-d
23.ভারতে বোরা গুহার উপরিতল থেকে জানালা দিয়ে কোন নদী দেখা যায়?
a.মহানদী
b.গোদাবরী
c.গোস্থানী
d.অমরা নদী
Ans:-c
24.চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে ঢেউ খেলানো খাঁজকাটা পর্দার মত ভূমিরূপ হল--
a.ড্রেপ
b.ড্রিপস্টোন
c.হেলিকটাইট
d.পিলার
Ans:-a
25. পৃথিবীর দীর্ঘতম চুনাপাথর গুহা হল
a) ভিয়েতনামের  শন দুৎ 
b) ভারতের দেরাদুন 
c) ফিলিপাইন্সের চকোলেট হিলস
d) কোনোটিই নয়
Ans:-a
26.পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহা-
a) ম্যামথ
b) ক্রুবেরা
c) লেচুগিয়া
d) কোনোটিই নয়
Ans):-a
27. চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবন খাত বিশিষ্ট কার্স্ট ভূমিরূপ কে ল্যাপিস বলা হয় কোথায় ?
a) ফ্রান্সে
b) জাপানে 
c) জার্মানিতে
d) মেক্সিকোতে
Ans):-a
28. কোন অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায়?
a) ক্রোয়েশিয়া
b) কালাহারি 
c) তাসমানিয়া 
d) আর্জেন্টিনা
Ans):-a
29. অগভীর প্লায়া হ্রদ গুলোকে আফ্রিকার সাহারায় বলে
a)হামাদা 
b) আর্গ
c) শটস্
d) রেগ
Ans):-c
30.পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি?
a) আটাকামা
b) গোবি
c) সাহারা
d) থর
Ans):-a
31. কার্স্ট অঞ্চলে ক্ষয়চক্রের প্রবক্তা
a) Beede & cvijic
b) C.A. Malott
c) Gaardner
d) Swinnerton
Ans):-a
32.ইয়ারদাঙ এ শিলার বিন্যাস কিরুপ- 
a) উল্লম্ব 
b) অনুভূমিক 
c) উল্লম্ব  ও অনুভূমিক 
d) কোনোটাই নয়
ans):-a
33.  চলমান বালিয়াড়ি কে বলে -
a) শটস্ 
b) ওয়াদি
c) ধ্রিয়ান
d) প্লায়া
ans):-c
34. Deflation Armour অাসলে কী?
A. গৌর
B. রেগ
C. ধান্দ
D. হামাদা
ANS):-d
35.Desert pavement কী?
A. হামাদা
B. রেগ
C. ধান্দ
D. গৌর
ANS):-b
36. পিয়াংকিয়াং গর্তের নামকরন করেন কে? 
A. বার্কে ও মরিস
B. মরিস
C. বার্কে
D. ম্যালট
ANS):-a
37. অাকলে বালিয়াড়ির সামনের অংশকে কি বলে? 
A. লিংগুয়েল
B. বার্খানয়েড
C. শিং
D. রোডস
ANS):-a
38. ইয়ার্দাঙ কোন প্রক্রিয়ায় সৃষ্ট হয়?
A.  ঘর্ষন
B. অবঘর্ষন
C. দ্রবন
D. অপসারন
ANS):-b
39. কোথায় অাম্লিক লাল রঙের কাদার অাস্তরন কে টেরারোজা বলে?
A.  জার্মানি
B. ফ্রান্স
C. ইতালি
D.  USA
ANS):-c
40. ডোলাইন পরস্পর যুক্ত হয়ে যে তারকাকৃতি গর্ত কে কি বলে?
A.  কার্স্ট হ্রদ
B. ককপিট
C. জামা
D. হামস
ANS):-b
41. কেজেল কাস্ট কিসের উদাহরন?
A.  হামস
B. গুহা
C. উভালা
D. পোলজে
AND):-a
42. কার্স্ট অঞ্চলে কোন প্রক্রিয়াটি  বেশি কার্যকরি
A. carbonation
B. oxidation
C. Hydation
D. hydrolysis
ANS):a
43. ফুলের পাপড়ির মত দেখতে ভূমিরুপ হল
A. হেলিগমাইট
B. গ্লোবুলাইট
C. অ্যানথোডাইট
D. ড্রেপ
ANS):-c

44. ইনসেলবাজ গভীর ভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে
A. বনহার্ড
B. ক‍্যাসেল কপিজ
C. টর
D. টেরিস
ANS):-b
45. পৃথিবীর দীর্ঘতম পোলজি হল 
A. লিভনো
B. সোজনে
C. হামস
D. নায়াগ্ৰা
ANS):-a
46. মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে-
A. কককোম
B. লুট
C. টেরিস
D. করিডর
ANS):-c
47. পৃথিবীর বৃহত্তম প্লায়া --
A. লা প্লায়া
B. প‍্যান
C. সবখা
D. স‍্যালিনা
ANS):- a
48.স্ট্র‍্যালাকমাইট ও স্ট্র‍্যালাকটাইট কোন শিলায় দেখা যায়
A. বেলে পাথর
B. কাদাপাথর
C. গ্ৰানাইট
D. চুনা পাথর
ANS) :-d
49.সোয়ালো হোল ফ্রান্স এ কি নামে পরিচিত?
A. পুইট
B. সচ
C. আভেন
D. গুফ্রে
ANS) :-b
50. হামসকে রাবণ ভাটা বলে--
A. রায় পুর 
B. দূগ জেলা
C. ধনিয়াখালি
D. বেনিয়োড়
AND) :-a
51. সম্বর প্লায়া অবস্থিত 
A. আরব
B. আফ্রিকা
C. অস্টেলিয়া
D. ভারত
ANS):-d





No comments:

Post a Comment