WBSLST

সফলতার দিকে একধাপ...

Monday, May 21, 2018

Part-V, Continental Drift & Isostasy

Continental Drift & Isostasy:-

Continental Drift and Isostasy Thumb line
1)মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে?
Alfred Wegner,Profounder of Continental Drift Theory
Alfred Wegne(1912)
a.প্র্যাট
b.হ্যারি হেস
c.ওয়েগনার
d.উইলসন
Ans:-C
2)প্যানজিয়া শব্দের অর্থ  হল-
a.সমস্ত মহাসাগর
b.সমস্ত ভূখন্ড
c.প্যানথালাসা বেষ্টিত ভূখন্ড
d.জীবাশ্ম সমৃদ্ধ ভূখন্ড
Ans:-b
Pangea,the All lands
3)মহিসঞ্চরণ তত্ত্বের সাথে কোনটি যুক্ত নয়?
a.মেরু ভ্রমণ
b.অভিকর্ষজ বিচ্যুতি
c.প্যানজিয়া ও প্যানথালাসা
d.পুরাচুম্বকত্ব
Ans:-b
4)প্যানজিয়ার উত্তর অংশ হল-
a. লরেসিয়া বা আঙ্গারাল্যন্ড
b.গন্ডোয়ানাল্যান্ড
c.প্যানথালাসা
d.জিওচেনবার্চ
Ans:-a
Laurasia is Northern part of Pangea; Gondwana Landis the Southern part of pangea.
Laurasia, Gondwana Land
[আঙ্গারাল্যন্ড=উঃ আমেরিকা +ইউরোপ
গন্ডোয়ানাল্যান্ড=আফ্রিকা+দঃ আমেরিকা]
5)'Novum Organum' গ্রন্থটি কার লেখা?
a.টেলর
b.ফ্রান্সিস বেকন
c.এডওয়ার্ড সুয়েস
d.স্নিডার
Ans:-b
6)প্যানথালাসার অবশিষ্টাংশ হল-
a.প্রশান্ত মহাসাগর
b.আটলান্টিক মহাসাগর
c.ভারত মহাসাগর
d.কোনোটিই নয়
Ans:-a
[অস্ট্রেলিয়া পূর্বদিকে সঞ্চারিত হওয়ায় ভারত মহাসাগর এবং দুই আমেরিকা পশ্চিমদিকে সঞ্চরণের ফলে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়।
তখন প্যানথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগর অবস্থান করে।]
7) ওয়েগনারের মতে'flight from the pole'শুরু হয়-
 a.প্যালিওজোয়িক যুগে
b.মেসোজোয়িক যুগে
c.কর্বোনিফেরাস যুগে
d. সিনোজোয়িক যুগে
Ans:-b
8) প্যানজিয়ার  কেন্দ্রস্থলে কোন মহাদেশ অবস্থান করত?
a. এশিয়া
b.ইউরোপ
c.আফ্রিকা
d.অস্ট্রেলিয়া
 Ans:-c
9)মহাদেশ গুলি পশ্চিমদিকে সঞ্চালনের জন্য দায়ী-
a.বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি
b.চন্দ্র ও সূর্যের জোয়ারি শক্তি
c.প্লবতার কেন্দ্র শক্তি
d.কোনোটিই নয়
Ans:-b
10)'Our wandering continent' গ্রন্থটি লেখক-
a.সুয়েস
b. ডু-টয়েট
c.জেফ্রিজ
d.ওয়েগনার
Ans:-b
11)প্যানজিয়া প্রাথমিক পর্যায়ে কোনদিকে অবস্থান করত?
a.উত্তর মেরুতে
b.দক্ষিণ মেরুতে
c.মধ্যাংশে
d.কোনোটিই নয়
Ans:-b
 12)'Jig-saw puzzle' হল-
a. আটলান্টিকের দু'পাশের উপকূলের বিচ্ছিন্নকরণ পদ্ধতি
b. আটলান্টিকের দু'পাশের উপকূলের ভূতাত্ত্বিক আকৃতিগত সাদৃশ্য দ্বারা মহাদেশের জোড়া লাগানো
c.প্যানজিয়ার গঠনগত বৈচিত্র্য
d.'jig-saw  Fit' এর বৈপরীত্য অবস্থা
Ans:-b
Pangea,the All lands
13)মহাদেশ বিচলন তথ্য দেন--
a.ড্যালি
b.কোবার
c.টেলর
d.হোমস
Ans:-a
14)1858 সালে কে প্রথম মহীসঞ্চরণ এর কথা বলেন
 a.ওয়েগনার
b.স্নাইডার
c.টেলর
d.পিঁচো
Ans:-b
15)প্যানথালাসা হলো-
a.একটি মালভূমির নাম 
b.টেথিস এর অপর নাম 
c.প্যানজিয়া বেষ্টিত জলভাগ 
d.একটি সমভূমি
Ans:-c
16)পরিমার্জিত ভাবে কত খ্রিস্টাব্দে  ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদটি প্রকাশ পায়?
a.1922
b.1911
c.1909
d.1902
Ans:-a
17)সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন -
Harry Hess;The Founder of Sea Floor Spreading; Geologist
Harry Hess
a.পিঁচো 
b.হ্যারি হেস
c. ওয়েগনার
d.অলিভার
Ans:-b
18)ওয়েগনারের মহীসঞ্চরণ এর একটি ভিত্তি হল --
a.শিলার বয়স নির্ণয় 
b.পুরাজলবায়ু বিশ্লেষণ 
c.জলবায়ুর পরিবর্তন 
d.মহাজাগতিক ঘটনা বিশ্লেষণ
Ans:-b
19)মহীসঞ্চরণ মতবাদের সঙ্গে  কোন মতবাদের মিল পাওয়া যায়?
a.সমুদ্র বক্ষের বিস্তৃতি 
b.সমস্থিতি মতবাদ 
c.পাত সঞ্চালন মতবাদ
d.পরিচলন স্রোত
Ans:-c
20)মহীসঞ্চরণ মতবাদ অনুযায়ী  মেসোসরাস কোন জাতীয় জীবের জীবাশ্ম?
a.ক্যাঙ্গারু জীবাশ্ম
b.কেঁচোর জীবাশ্ম
c.সরীসৃপের জীবাশ্ম
d.ফার্ন জাতীয় উদ্ভিদ জীবাশ্ম
Ans:-c
Mesosaurus  Fossil
Mesosaurus(ছোট কুমির জাতীয় প্রাণী) Fossil
[মারসুপিয়াল ও ওপেসাম---ক্যাঙ্গারু জীবাশ্ম
লুম্বিসিড---কেঁচোর জীবাশ্ম
গ্লসপটেরিস,গঙ্গামপটেরিস---ফার্ন জাতীয় উদ্ভিদ জীবাশ্ম]
21)গ্লসপটেরিস,গঙ্গামপটেরিস জীবাশ্ম পাওয়া যায় কোথায়?
a.ব্রাজিলে
b.পাকিস্তানে 
c.চীনে 
d.ভিয়েতনামে
Ans:-a
22)'The Earth' বই টি কে লেখেন?
a.এডওয়ার্ড সুয়েস 
b.হ্যারল্ড জেফ্রিস
c.হোমস 
d.হ্যারি হেস
Ans:-b
23)কম্পিউটারের সাহায্যে 'jig-saw Fit'এর প্রমাণ দেন?
a.টেলর
b.বুর্লাড
c.ম্যাথুস 
d.ফ্রান্সিস বেকন
Ans:-b
24)'Isostasy' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
Clarence Edward Dutton gives the Concept of Isostasy ; first used Isostasy Word
Clarence Edward Dutton 
a.ডাটন
b.আলফ্রেড ওয়েগনার
c.জর্জ এইরি
d. প্রাট
Ans:-a
25)সমস্থিতি তত্ত্বে ভূ-ত্বকীয় খন্ডগুলির ঘনত্বের তারতম্যকে কোন বিজ্ঞানী গুরুত্ব দিয়েছেন?
a.জর্জ এইরি
b.জর্জ এভারেস্ট
c.প্র্যাট
d.ডাটন
Ans:-c
26)জর্জ এইরি কত সালে তার সমস্থিতি মতবাদটি প্রকাশ করেন?
a.1755 
b.1859
c.1855
d.1880
Ans:-c
27)সমস্থিতি তত্ত্বে  'Level of compensation'  এর ধারণা দেন-
a.জর্জ এইরি
b. জর্জ এভারেস্ট
c.জে.এইচ প্র্যাট
d.সি.ই.ডাটন
Ans:-c
Level of Compensation ;Line of Compensation ; The principal of Pratt Isostasy Theory
28)এইরির সমস্থিতি মতবাদ কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত?
a.ভাসমানতার তত্ত্ব
b.ঘনত্বের তারতম্য
c.প্রতিবিধান তল তত্ত্ব
d. মহীসঞ্চরণ তত্ত্ব
Ans:a
Level of Compensation ;Line of Compensation ; The principal of Pratt Isostasy Theory
29)সমস্থিতি তত্ত্বের ভিত্তি হিসাবে কোন ধারনা গুরুত্বপূর্ণ?
a.গিরিজনি আলোড়ন তত্ত্ব
b.অভিকর্ষজ বিচ্যুতি
c.ভূমিকম্প
d.মহীভাবক আলোড়ন তত্ত্ব
Ans:-b
30)ভারতে অভিকর্ষজ  বিচ্যুতির সমীক্ষা করেন? a.আর্কিমিডিস
b. বাওয়ি
c.জর্জ এভারেস্ট
d. কিং
Ans:-c
31)কোন বিজ্ঞানী প্লবতা নিয়মটির ধারণা দেন?
a.ফেরেল
b.এইরি
c.প্রাট
d.আর্কিমিডিস
Ans:-d
32)এইরির তত্ত্বের সমর্থক হলেন-
a.প্রাট 
b.হাইস্কানিন
c.বাউই 
d.হের্ফোড
Ans:-b
Model of Isostasy By Heiskanen
33)নিম্নলিখিত কোন অঞ্চলের অভিকর্ষজ মান সর্বনিম্ন ?
a.মেরু অঞ্চল
b.নাতিশীতোষ্ণ অঞ্চল
c.নিরক্ষীয় অঞ্চল
d.উপক্রান্তীয় অঞ্চল
Ans:-c
34)জর্জ এভারেস্টের নেতৃত্বে ত্রিভুজাকৃতি জরিপে কালিয়ানা ও কালিয়ানাপুরের  অক্ষাংশ মানের বিচ্যুতির পরিমাণ?
a.4.236"
b.5.236"
c.6.236"
d.7.236"
Ans:-b
35)নিম্নলিখিত  ভূ-ত্বকীয় অংশগুলির মধ্যে কোনটির ঘনত্ব সব থেকে কম?
a.হিমালয় পর্বত
b.দাক্ষিণাত্য মালভূমি
c.গাঙ্গেয় সমভূমি
d.উপকূলীয় সমভূমি
Ans:-a
36)'Root Zone Theory ' কে দেন?
a.জলি
b.এইরি
c.ড্যালি
d.জন প্লেফেয়ার
Ans:-b
37)'Anti Root Theory' কে দেন?
a.জলি
b.এইরি
c.ড্যালি
d.জন প্লেফেয়ার
Ans:-c
38)চিম্বারোজা পর্বতের অভিকর্ষজ অসংগতি ধারণা দেন-
a.পিয়ের বুগের
b.জর্জ এভারেস্ট
c.ভ্যান্ট হফ্
d.হ্যারি হেস
Ans:-a
39)'Regional Compensation 'এর ধারণা কে দেন?
a.জর্জ এইরি
b.প্র্যাট
c.ভেনিং মিনেজ
d.ম্যাথুস
Ans:-c
40)পুরাচুম্বক তত্ত্বের প্রবক্তা কে?
a.হ্যারি হেস
b.ডু-টয়েট
c.হ্যারল্ড জেফ্রিস
d.ভাইন ও ম্যাথুস
Ans:-d

                                                   Special Thanks to 
                                                  Shyamal Sardar
                                       Assistance Teacher of Lalgola .M.N.Academy 

5 comments: