WBSLST

সফলতার দিকে একধাপ...

Saturday, August 25, 2018

Cyclic and Non-Cyclic concepts; Landscape Evolution, Geomorphic hazards.


Cyclic and Non-Cyclic concepts; Landscape Evolution, Geomorphic
hazards :--

1."Erosion can not wait for the completion of Upliftment"- কে বলেছেন?
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হ্যাক
Ans:-b

2.স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা কে দেন?
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হ্যাক
Ans:-a

3.'Cyclic nature of earth history'- ধারণার প্রবক্তা কে?
a.জেমস হার্টন
b.ডেভিস
c.ডারউইন
d.উইলিয়াম থর্নবেরি
Ans:-a

4. 'Pediplaination' তত্ত্ব দেন-
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হ্যাক
Ans:-c

5.পেনিপ্লেনের উপর কঠিন শিলাগঠিত অবশিষ্ট  টিলা হল-
a.ইনসেলবার্জ
b.মোনাডনক
c.র‍্যান্ডক্ল্যাফট
d.নিকবিন্দু
Ans:-b

6.একটি অঞ্চলে ক্ষয়চক্র সম্পূর্ণ হলে-
a. আবদ্ধ নিয়মতত্ত্ব
b.  উন্মুক্ত নিয়মতত্ত্ব
C.আংশিক উন্মুক্ত 
d. সবকটি

7. কাস্ট ক্ষয়চক্র সম্পর্কে প্রথম ধারণা দেন--
a.Beede
b.Davis
c.Cvijic
d.Penk
Ans:-a

8.পশ্চিমবঙ্গের নিম্নোক্ত  কোন জেলা ক্ষয়ের শেষ সীমায় অবস্থান করছে?
a.মালদহ
b. নদীয়া
c.পুরুলিয়া
d. দঃ২৪ পরগণা
Ans:-d

9.  বন্যা নিয়ন্ত্রণের উপায় হল-
a.গভীর কূপ খনন করা
b.   বৃক্ষছেদন করা
c. শুষ্ক কৃষির প্রবর্তন করা
d.জল সংরক্ষণ প্রকল্প চালু করা
Ans:-d

10.শুষ্কতার ক্ষয়চক্র কীসের দ্বারা সম্পন্ন হয়?
a.বায়ু
b.নদী
c.হিমবাহ
d.সমুদ্রতরঙ্গ
Ans:-a

11.চক্র কথা প্রথম কে বলেন?               
 A.গিলবাড।                 
 B.পেঙ্ক                              
 C.কিং                            
 D.হটন
ANS) D


12. সিস্টেম কয় প্রকার?    
A.দুই                               
B.তিন                             
C.চার                               
Dপাঁচ
ANS) D


13. প্যানফ্যান কথাটি কে ব্যবহার করেন?         A.ক্রিকমে                              
B.লসন                              
C.ডেভিস                             
D.কিং
ANS)B


14. পর্যায়িত ঢালের কথা কে বলেন?             
A.লসন                             
B.কিকমে                               
C.হ্যাক                               
D.গিলবার্ড
ANS)D

15. Endrumpft কথাটি কার ক্ষয় চক্রের সাথে যুক্ত?                             
A.পেঙক                                 
B.কিং                                  C.ডেভিস                                  
D.লসন
ANS)A

16. L.c kingপেডিপ্লেন তৈরি চক্রের অবতারণা করেন
A. ১৯৪৮সালে
B. ১৯৫২সালে
C. ১৯৫০ সালে
D. ১৯৪৭ সালে
ANS)a


17.গতিশীল ক্ষণস্থায়ী ভারসাম্য তত্ত্ব দেন
A. হ‍্যাক
B. চোরলে
C. স্কুম
D. কিং
ANS)c

18. ভৃগুতট এর পশ্চাদাপসরণ ধারণাটি কে দিয়েছিলেন ?
a) পেঙ্ক
b) ডেভিস
c) ক্রিকমে
d) এল.সি.কিং

ans) d

19. গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন ?
a) চার্লস ডারউইন
b) ডেভিস
c) জে টি হ্যাক
d) এল.সি.কিং

ans) c

20. পৃথিবী চক্রাকার বিবর্তনের ইতিহাস ধারণাটির প্রবক্তা হলেন ?
a) চার্লস ডারউইন
b) ডেভিস
c) জে টি হ্যাক
d) জেমস হাটন

ans) d
21. ডেভিসের মতে সমুদ্রপৃষ্ঠ বরাবর বিভাগটির উত্থান হবে ?
a) উল্লম্বভাবে 
b) অনুভূমিকভাবে 
c) তীর্যকভাবে 
d) বক্রাকারে

ans) a

22.স্বাভাবিক ক্ষয়চক্র বলতে বোঝায় ? 
a) হিমবাহের ক্ষয়চক্রকে 
b) নদীর ক্ষয়চক্রকে
c)  মরু ক্ষয়চক্রকে
d) সামুদ্রিক ক্ষয়কার্যকে

ans) b
23.  নদীর ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয় ?
a) পরবর্তী নদীর 
b) বিপরা নদীর 
c) অনুগামী নদীর 
d) অধ্যারোপিত নদীর

ans) a

24. ডেভিসের মতে স্বাভাবিক হয় চক্রের অন্তর্গত সমগ্র অঞ্চলটির জলবায়ু হবে ?
a) চরমভাবাপন্ন প্রকৃতির 
b) শীতল প্রকৃতির 
c) নাতিশীতোষ্ণ প্রকৃতির 
d) আর্দ্র প্রকৃতির

ans) d

25. 'Landscape is a function of structur,  process and stage'-  উক্তিটি কার?
a.ডেভিস
b.হাটন
c.পেঙ্ক
d.কিং
 Ans:-a
26.' অসম বিকাশতত্ত্ব' কে দেন?
 a.ডেভিস
b.হাটন
c.পেঙ্ক
d.ক্রিকমে
Ans:-d

27.স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গড়ে ওঠা ভূমিরূপ হল-
a.স্বাভাবিক বাঁধ
b.মোনাডনক
c.নদীচর
d.সবকটি
Ans:-d

28.স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে সমপ্রায় ভূমির উপর ক্ষয়প্রতিরোধী কঠিন শিলার ঢিবি কি নামে পরিচিত?
a.মোনাডনক
b. ইনসেলবার্জ
c.পেডিমেন্ট
d.প্লাবন ভূমি
Ans:-a

29.স্বাভাবিক ক্ষয়চক্র বলতে বোঝায়--
a.শুষ্কতার ক্ষয়চক্র
b.হিমবাহের ক্ষয়চক্র
c.নদীর ক্ষয়চক্র
d.বায়ুর ক্ষয়চক্র
Ans:-c

30.'জিওগ্রাফিক্যাল এসে' গ্রন্থের লেখক হলেন-
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হাটন
Ans:-a

31.পেডিপ্লেনের মাঝে মাঝে অবশিষ্ট থাকা পাহাড় কি নামে পরিচিত?
a.মোনাডনক
b.প্লায়া
c.পেডিমেন্ট
d.ইনসেলবার্জ
Ans:-d

32.'Panplain' এর ধারণা কে দেন?
a.ডেভিস
b.পেঙ্ক
c.ক্রিকমে
d.কিং
Ans:-c

33. 'Peneplain' এর ধারণা কে দেন?
 a.ডেভিস
b.পেঙ্ক
c.ক্রিকমে
d.কিং
Ans:-a

34.ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্রের প্রস্তাব করেন--
a. 1980সালে
b.1899 সালে
c.1910 সালে
d.1950 সালে
Ans:-b

35.সময় নির্ভর ঐতিহাসিক মতবাদ হল-
a.ডেভিসের মতবাদ
b.পেঙ্কের মতবাদ
c.কিং এর মতবাদ
d.সবকটি।
Ans:-d.

36. ইনসেলবার্জ ক্ষয়িত হয়ে মস্তকবিশিষ্ট গম্বুজে রূপান্তরিত হলে তাকে কি বলে?
a.বোনহার্ড
b.ক্যাসেল কপিজ
c.পেডিমেন্ট
d.পিডমন্ট ট্রপেন
Ans:-a

37.Episodic Erosion Model কে দেন?
a.হ্যাক
b.স্কুম
c.পামকুয়িস্ট
d.কিং
Ans:-b

38.পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ নয়--
a.নদীমঞ্চ
b.নিক বিন্দু
c.বদ্বীপ
d. উপত্যকার মধ্যে উপত্যকা 
Ans:-c

39.ক্ষচক্রের বাধার ক্ষেত্রে স্থিতিশীল রূপান্তর হল-
a.নদীর বোঝা হ্রাস
b.অগ্নুৎপাত
c.ভূমির উত্থান
d.শীতলতা বৃদ্ধি
Ans:-a

40.পেঙ্ক কোন ঢাল সৃষ্টির পর্যায়কে 'গ্লিচফরমিজ এনটুইকলাঙ' বলেছেন?
a.উত্তল ঢাল
b.সমঢাল
c.অবতল ঢাল
d.কোনোটিই নয়
Ans:-b.

41.পেঙ্ক কোন ঢাল সৃষ্টির পর্যায়কে ' আউসটজেন্ডি এনটুইকলাঙ' বলেছেন?
a.উত্তল ঢাল
b.সমঢাল
c.অবতল ঢাল
d.কোনোটিই নয়
Ans:-a

42.পেঙ্ক কোন ঢাল সৃষ্টির পর্যায়কে ' অ্যাবস্টিজেন্ডি এনটুইকলাঙ' বলেছেন?
a.উত্তল ঢাল
b.সমঢাল
c.অবতল ঢাল
d.কোনোটিই নয়
Ans:-c
Penck Cycle of Erosion Model
Fig:-Penck Cycle of Erosion Model  



Friday, August 17, 2018

Landform and Process(Marine)

Landform and Process(Marine):-

1.তরঙ্গবাহিত শিলাখন্ডের সঙ্গে সমুদ্রবক্ষের ঘর্ষণ কী নামে পরিচিত?
a. ঘর্ষণ
b.অবঘর্ষ
c.দ্রবণ
d.ক্লাপোটিস
Ans:-b
2.ভারতের কোন উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায়?
a.গোয়া
b.ওড়িশা
c.মহারাষ্ট্র
d.গুজরাট
Ans:-a
coral reef;marine
coral reef

3.সমুদ্রজলের নিম্নসীমা থেকে উর্ধ্বসীমা পর্যন্ত উপকূলের অংশকে বলে-
a.সম্মুখ তটভূমি
b.পশ্চাৎ তটভূমি
c.কোভ
d.বাইট
Ans:-a
4. ভারতের কোন উপকূল যৌগিক প্রকৃতির?
a.উত্তর সরকার
b.মালাবার
c.করমন্ডল
d.গুজরাট
Ans:-b
5. ছোট উপসাগর কী নামে পরিচিত?
a.স্ট্যাক
b.বে বার
c.কোভ
d.রিয়া
Ans:- c
6. অনুদৈর্ঘ্য তরঙ্গের আকৃতি হল--
a.বৃত্তাকার
b.উপবৃত্তাকার
c.সমান্তরাল
d.রৈখিক
Ans:-a
7.গভীর উপকূলে সোয়াস ও ব্যাকওয়াশের মিলনে সৃষ্ট তরঙ্গ কী নামে পরিচিত?
a.বিনাশকারী তরঙ্গ
b.গঠনকারী তরঙ্গ
c.ক্ল্যাপোটিস
d.সবকটি
Ans:- c
8. চোরাস্রোত বলে-
a.সোয়াশকে
b.ব্যাকওয়াশকে
c.প্লাঞ্জকে
d.কোনটিই নয়
Ans:-b
9.সমুদ্র ভৃগু সৃষ্টির সময় তৈরি হওয়া খাঁজে তরঙ্গের আঘাতে ক্রমশ বড়ো হয়ে যে খাদে পরিণত হয় তাকে কী বলে?
a.গালি
b.র‍্যাভাইন
c.গ্লুপ
d.ক্যাজম
Ans:-d
10.হিমবাহ অধ্যুষিত অঞ্চলে দেখা যায়-
a.রিয়া উপকূল
b.ফিয়র্ড উপকূল
c.ডালমেশিয়ান উপকূল
d.টম্বলো
 Ans:- b
11. রিয়া উপকূলের আকৃতি অনেকটা-
a)বৃক্ষের মতো 
b) U এর মতো
c) ফানেলের মতো 
d) ব্যাঙের ছাতার মতো
Ans) c
12. অস্ট্রেলিয়ার "গ্রেট বেরিয়ার রীফ" এর উদাহরণ
a) প্রান্ত প্রবাল প্রাচীর 
b) প্রতিবন্ধক  প্রবাল প্রাচীর 
c) বলয়াকৃতি প্রবাল প্রাচীর
d) সবগুলো
Ans) b
13. কেরল উপকূলের পিছনে সৃষ্ট  উপহ্রদগুলিকে বলা হয়-
a) টেরেস
b) ভৃগু
c) ফিয়র্ড
d) কয়াল
Ans) d
14. সমুদ্রতরঙ্গ সৃষ্টির প্রধান কারণ-
a) ভূমিকম্প 
b) বায়ুপ্রবাহ
c) অগ্ন্যুত্পাত 
d) সমুদ্রস্রোত
Ans) b
15. ভারতের একটি উপহ্রদ বা লেগুন হল-
a) ডাল হ্রদ
b) পুলিকট হ্রদ 
c) সম্বর হ্রদ 
d) লোকটাক হ্রদ
Ans) b
16. উন্মুক্ত সমুদ্রে বায়ুপ্রবাহ যতটা দূরত্ব অতিক্রম করে, তাকে বলে-
a) ফেচ 
b) প্লাঞ্জ
c) টম্বোলো
d) স্পিট
Ans) a

17. দুটে স্পিট স্থলভাগ থেকে বিস্তৃত হয়ে সমুদ্রে মিলিত হলে,  তাকে বলে-
a) হুক
b) কাস্পেট ফোরল্যান্ড
c) লেগুন
d) টম্বলো
Ans) b
18.পৃথিবীর বৃহত্তম লেগুন টি হল-
a) চিল্কা হ্রদ 
b) পুলিকট হ্রদ 
c) নিউ ক্যালিডোনিয়া হ্রদ 
d) গারাবোগাজ হ্রদ
Ans) c
19. উপকূলের সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে তাকে কী বলে?
a) জিও
b)  তট ভূমি
c)পুরাদেশীয় বাঁধ
d)ফেচ
Ans) c
20. সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনদিক স্থলবেষ্টিত সমুদ্র কে বলে-
a)টম্বোলো 
b) স্ট্যাক
c) সৈকতভূমি
d) উপসাগর
Ans) d
21. ফেচ কোন এককে প্রকাশ করা হয়?
A. কিমি
B. নটিক্যাল কিমি
C. নটিক্যাল মাইল
D. মাইল
Ans:-c
22. ভারতের ব্যারেন দ্বীপ কী ধরনের উপকূলের উদাহরন?
A. প্রশমিত
B. ফিয়র্ড
C. রিয়া
D. মিশ্র
ANS):-a
23. অাঞ্চলিক গঠন অনুসারে উপকূল কে কয় ভাগে ভাগ করা হয়?
A. ২
B. ৩
C. ৪
D. ৫
ANS):-A
24. Mud flate অঞ্চলের উদাহরন?
A. থর মরুভূমি
B. পার্বত্য অঞ্চল
C. সুন্দরবন
D. সমভূমি অঞ্চল
ANS):-C
25. 'Old man of hoy' কিসের উদাহরন?
A.stack
B. stamp
C. gloup
D. sea cave
ANS):-A
26. Geo ভূমিরুপটির নামকরন করা হয় কোন দ্বীপপুঞ্জে?
A.  স্কটল্যান্ড
B. ফ্যারো
C. ব্যারেন
D. A+B
AND):-D
27. surf  তৈরী হয় কোন তরঙ্গের ফলে
A. অনুদৈর্ঘ্য
B. অনুপ্রস্থ
C. স্থির 
D. সবগুলি
ANS) :-A
28.অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের সমুদ্র খিলান কি নামে পরিচিত?
a. অস্ট্রেলীয় ব্রিজ
b. লন্ডন ব্রিজ
c.ভিক্টোরিয়া মিথ
d.সবকটি
Ans:-a
29. প্রতিবন্ধক দ্বীপের নামকরণ করেন-
a. পাইস
b. ডেভিস
c.লুইস 
d.মরিস
Ans:-a
30.টম্বলো দেখা যায় ভারতের-
a.অন্ধ্র  উপকূলে
b. কোঙ্কন উপকূলে
c. কেরল উপকূলে
d. সবকটি
Ans:-b
31.যে রেখা বরাবর ঊর্মিভঙ্গ ঘটে তাকে
A.খিলান
B. প্লাজরেখা
C. উপসাগর
D. ক্ল‍্যাপোটিস
ANS):- b
32.সমুদ্র তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে জল ও বাতাস বের হয় তাকে কী বলে?
A. জিও
B. বাইট
C. ব্লোহোল
D. সমুদ্র গুহা
ANS) :C
33.ব্লোহোল স্কটল‍্যান্ডে কি নামে পরিচিত
A. স্টাক
B. কোভ
C. জিও
D. গ্লুপ
ANS):D
34.সামুদ্রিক অবক্ষেপনের ফলে সৃষ্টি হয়--
A. ফেচ
B. স্পীট
C. হুক
D. রিপল
ANS):B
35.লুপ ও বাঁধ এর মধ্যবর্তী আবদ্ধ সমুদ্র কে কী বলে?
A. লেগুন
B. জিও
C. বার্ম
D. ফেচ
ANS):-A
36.অগভীর সমুদ্রের অতি ছোট তরঙ্গ কে কী বলে?
A. ক‍্যাপিলারি তরঙ্গ
B. অভিকর্ষীয় তরঙ্গ
C. অসিলেটেরি তরঙ্গ
D. ইরোটেশনাল তরঙ্গ
Ans:-A



Friday, August 10, 2018

Geographical Thoughts

Geographical Thoughts :-

1.'আধুনিক ভূগোলের জনক' কাকে বলা হয়?
a.হামবোল্ট
b.কার্ল রিটার
c.স্ট্রাবো
d. a+b
Ans:-d
2.জলবায়ুবিদ্যার জনক কাকে বলা হয়?
a.হামবোল্ট
b.কার্ল রিটার
c.টেলার
d.ম্যালথাস
Ans:-a
3.Erdkunde লেখা হয়েছিল-
a.এশিয়া ও আফ্রিকা নিয়ে
b.ইউরোপ ও এশিয়া নিয়ে
c.আফ্রিকা ও আমেরিকা নিয়ে
d.রাশিয়া ও আফ্রিকা নিয়ে
Ans:-a
4.'মিশর হল নীলনদের দান' উক্তিটি কার?
a.হেক্যাটিয়াস
b.এরাটোসথেনিস
c.হেরোডোটাস 
d.প্লেটো
Ans:-c
5.মানুষ -প্রকৃতির আন্তঃসম্পর্ক হল--
a.নিয়ন্ত্রণবাদ
b.সম্ভাবনাবাদ
c.আঞ্চলিকবাদ
d.সবকটি
Ans:-a
6.'পরমকারণবাদ' একটি..............  দৃষ্টিভঙ্গি?
a.জিওক্র্যাটিক
b.উইক্র্যাটিক
c.থিওক্র্যাটিক
d.সবকটি
Ans:-c
7.'মুকাদ্দিমা(Muqaddimah' গ্রন্থের রচিয়তা হলেন--
a.ইবন খালদুন
b.ইবন বতুতা
c.ঈ-ফু-তুয়ান
d.রেমজভ
Ans:-a
8.'Almagast' রচনা করেন--
a.স্ট্র্যাবো
b.টলেমি
c.কান্ট
d.অ্যারিস্টটল
Ans:-b
9. সম্ভবনাবাদের জনক কে?
a.হাটশোর্ন
b.কার্ল ও সাওয়ার
c.ভিদাল-দ্য-লা ব্লাশ
d.এলসওয়ার্থ হান্টিংটন
Ans:-c
10.নিয়ন্ত্রনবাদের প্রতিষ্ঠতা কে?
a.র‍্যাটজেল
b.চার্লস লয়েল
c.কার্ল ও সাওয়ার
d.কার্ল রিটার
Ans:-d
11. স্বাভাবিক অঞ্চল (Natural region) এর ধারণাটি দেন ?
a) জিন ব্রুনেস
b) ল্য প্লে
c) কার্ল ও সয়ার
d) ভিদাল দ্য লা ব্লাশ
ans) d
12.  স্ট্রাবো একজন _____ ভৌগোলিক 
a) গ্রীক ভৌগোলিক 
b) রোমান ভৌগোলিক
c) আরব ভৌগোলিক
d)আমেরিকান
ans) b 
13.  Heartland ধারণার প্রবর্তন করেন ?
a) স্পিয়ারম্যান 
b)Mackinder 
c) হার্টশোন
ans) b

14. Principal of Landfrom মতবাদের প্রবক্তা হল ?
a) টেলর 
b)এরাটোস্থেনিস
c)পেঙ্ক
d) রিটার
ans) c

15. নেচার অফ জিওগ্রাফি বইটি কার লেখা ?
a) গ্রিফিথ টেলর
b) রিচার্ড হাটর্শোন
c) টলেমি
d) রিটার
ans) b

16. Father of Geography বলা হয়
a) হিপারকাসকে
b) হেক্যাটিয়াসকে
c) হেগেলকে
d) অস্কার পেসেলকে
ans) b
17. Illias and odyssey  এর লেখক কে ? 
a) Homer
b) Strabo
c) Carl Riter
ans) a

18.Erdkunde (এরড্ কুন্ডে)  গ্রন্থের রচয়িতা হলেন ?
a) হামবোল্ট 
b) কার্ল রিটার
c) ভিদাল দ্য লা ব্লাশ
ans) b

19.'Location Analysis' গ্রন্থের লেখক কে?
a.পিটার হ্যাগেট
b.উল্ডরিচ
c.হ্যাগার স্ট্র্যান্ড
d.একফ
Ans:-a


20.'Mental Map' কথাটি প্রথম কে ব্যবহার করেন?
a.পিটার হ্যাগেট
b.উল্ডরিচ
c.জর্জ বাকলে
d.হামবোল্ট
Ans:-b


21.বিভিন্ন ভৌগোলিক এলাকার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাকে কী বলে?
a.ক্রিয়ামূলক প্রতিক্রিয়া 
b.দৈশিক প্রতিক্রিয়া 
c.দেশ
d.স্থান
Ans:-b


22.'Eco-feminism'   ধারণার প্রবক্তা কে?
a.ইউবোন
b.বেট্টি ফ্রিডম
c.মাইকেল ডিয়ার
d.স্যামুয়েল
Ans:-a


23. অবস্থানের ধারণা দেন-
a.হামবোল্ট
b.রিটার
c.পিটার হ্যাগেট
d.কান্ট
Ans:-c


24.'Stop and go determinism'  ধারণা দেন--
a.টেলর
b.হামবোল্ট
c.রিটার
d.জেনি
Ans:-a


25. যে দেশ দৃশ্যমান নয়,  উপলব্ধি করা যায় তা হল-
a.উপাদানগত দেশ
b.নিরপেক্ষ দেশ
c.আপেক্ষিক দেশ
d.প্রাকৃতিক দেশ
Ans:-a


26. কল্যানমূলক ভূগোলের প্রবক্তা হলেন--
a.চোরলে
b.হান্টিংটন
c.স্মিথ
d.বার্জেস
Ans:-c


27.কালিক ভূগোলের জনক কে?
a.হ্যাগারস্ট্রান্ড
b.কান্ট
c.হার্টশোন
d.রিটার
Ans:-a


28.একটি ক্রিয়ামূলক অঞ্চলের উদাহরণ হল-
a.মরুস্থলী
b.হরিদ্বার
c.আমেদাবাদ 
d.সুন্দরবন 
Ans:-c


29.আধুনিক ভূগোলে গঠনবাদের সূচনা কোথায় হয়?
a.ফ্রান্সে
b.ব্রাজিলে
c.আমেরিকায়
d.আফ্রিকায়
Ans:-a


30.গঠনবাদে সামাজিক গঠনগুলির উপর জোর দেন কে?
a.পিঁয়াগেট
b.ক্লদ লেভি ব্রাউস
c.র‍্যাটজেল
d.রিটার
Ans:-a

31. ভূগোলের ভাষায় 'বস্তু' কী?
a.পারিপার্শ্বিক পৃথিবী বা প্রকৃতি।
b.বস্তু নিহত জ্ঞান।
c.বস্তুর মধ্যে বস্তুর মিশ্রণ।
d.কোনোটিই নয়।
Ans:-a

32.বস্তুবাদের সমর্থক হলেন--
a.ফয়েরবাগ
b.অ্যানাক্সিমেনেস
c.এঙ্গেলস মার্কস
d.সবকটি
Ans:-d

33.গঠনবাদের সমর্থক হলেন--
a.এমিল দুর্খ্যাইম
b.ক্লদ লেভি স্ট্রাউস
c.জাঁ পিগায়েট
d.সবকটি
Ans:-d

34.'Historical Materialism'- এর স্রষ্টা কে?
a.জাঁ পিয়াগেট
b.গিবসন
c.মার্ক্স ও এঙ্গেলস
d.জন রাইট
Ans:- c

35.গঠনবাদের জনক কে?
a.এমিল দুর্খ্যাইম
b.ক্লদ লেভি স্ট্রাউস
c.জাঁ পিগায়েট
d.সবকটি
Ans:-b

36.'Explanetion in Geography'- কে রচনা করেন?
a.ডেভিড হার্ভে
b.বোম্যান
c.জুলিয়ান ওলপার্ট
d.স্কীফার
Ans:-a

37.বস্তুবাদে গ্রহণযোগ্য নয় --
a.মানুষের মন বা চেতনার বাইরে যা আছে তা হল বস্তু।
b.চেতনার আগে পার্থিব সমস্ত বস্তুকে প্রাধান্য।
c.বাস্তব জগতে যা কিছু রয়েছে তা মানুষের মনগড়া।
d.বস্তুই মুখ্য,আত্মা বা চেতনা তার উপাদান
Ans:-c

38.' মানুষের মনের মধ্যেই যে গঠনগুলি আছে,  এগুলি মানুষের মনেই তৈরী ' উক্তিটি কার?
a.ক্লদ লেভি স্ট্রাউস
b.জাঁ পিয়াগেট
c.র‍্যাটজেল
d.অগস্ট কোৎ
Ans:- a

Thought Welfare & societal 
39.কল্যাণমুখী ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
a.রিটার
b.হামবোল্ড
c.ডেভিড স্মিথ
d.হিপোক্রেটাস
Ans:-c

40.'Social Justice and the City' বইটি কার লেখা?
a.উইলিয়াম বাঙ্গে
b.ডেভিড হার্ভে
c.বাওম্যান
d.কার্ল রিটার
Ans:-b

41.কল্যাণমূকল ভূগোলের সমার্থক হলেন
a.ওলপার্ট ও জুলিয়ান
b.উইলিয়াম জেমস্
c.দেমলিঁ
d.ভ্যারেনিয়াস
Ans:-a

42.'Social Physics' কথাটি কে ব্যবহার করেন?
a.ওয়ার্নটজ উইলিয়াম
b.জর্জ তাথহাম
c.পিটার গুড
d.জন রাইট
Ans:-a

43.'মানুষ হল প্রকৃতির সন্তান' কে বলেন?
a.ম্যালথাস
b.গ্রিফিথ টেলর
c. সেম্পেল
d.হান্টিংটন
Ans:-c

44.কল্যানমুখী ভূগোলের আলোচনার বিষয় হল-
a.পরিসেবার বন্টন
b.দারিদ্র্য ও ক্ষুধা 
c.জাতি ও বর্ণ বৈষম্য 
d.সবকটি
Ans:-d


45. মানব জাতির প্রধান যাত্রা পথ সমূহ গ্ৰন্থটির রচয়িতা
A.ম‍্যালথাস
B. টেলর
C. রিটার
D. সেম্পল
ANS)a
46. আঞ্চলিক সমীক্ষার প্রকৃত প্রতিষ্ঠাতা কে
A. জন গ্ল‍্যাসন
B. ভিদাল দ‍্য লা ব্লাস
C. রিটার
D. জন রাইট
ANS) b
47. নীচের কোন টি সামাজিক ভূগোলের বিষয় নয়
A. প্রতিযোগিতা
B. আচরণ
C. পনপ্রথা
D. ভাষা
ANS)d
48.বরাহমিহির কোন দেশের ভৌগোলিক
A.ভারত
B. গ্ৰীস
C. চীন
D. রোম
ANS)a
49.উদ্ভিদ বিদ‍্যার জনক হল
 A. হেনরি থোরেও
B. কারল ওসয়ার
C. রাসেল ওয়ালেস
D. ড রেড বেরিসন
ANS) c
50.কে বলেন  মানুষ হল প্রকৃতির সন্তান
A. পিটার হ‍্যাগেট
B. সেম্পেল
C. র‍্যাটজেল
D. ভ‍্যারোনিয়াস
ANS) b
51. স্থান শব্দটি প্রথম কে ব‍্যবহার করে
 A. রিটার
B.হামবোল্ট
C. এমারিস জোন্স
D. সেম্পল
ANS) c
52. পরমকারণবাদ এর প্রবক্তা 
 A. রিটার
B. হামবোল্ট
C. র‍্যাটজেল
D. গাটেরার
AND) a

53.  বাহ‍্যিক অঞ্চল হল
A. কাশ্মীর
B. দিঘা
C. কর্ণাটক
D. গুজরাট
ANS) a








Friday, July 20, 2018

ALL MOCK TEST


WBSLST GEOGRAPHY  PREPARATION এর জন্য  GEO- JACK গ্রুপের পক্ষ থেকে আপনাদের জন্য  বিষয় ভিত্তিক Mock Test এর ব্যবস্থা করা হয়েছে।উক্ত বিষয়টি আপনাদের সকলকে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভূলবেন না। আপনাদের সুচিন্তিত মতামতের উপর ভিত্তি করেই ভবিষ্যতে এই Mock Test টি এগিয়ে নিয়ে যাওয়া হবে।ধন্যবাদ।


**Geotectonics Mock Test:-1

Click Here for Mock Test

Wednesday, July 18, 2018

Landform and Process ( Wind, Karst)

Landform and Process ( Wind, Karst):-

1)বালিয়াড়ি দ্বারা আবৃত্ত মরুকে কী বলে?
a.আর্গ
b.হামাদা
c.বাজাদা
d.রেগ
Ans:-a
2)নিডলস তৈরি হয় বায়ুর কোন প্রক্রিয়ায়?
a.অবনমন
b.ঘর্ষণ
c.অবঘর্ষ 
d.দখলি
Ans:-c
3)লোয়েস সমভূমি মধ্য ইউরোপে কী নামে পরিচিত?
a.অ্যাডোব
b.লিফোঁ
c.লিমন
d.সেলিমা
Ans:-c
THUMBNAIL WIND & KARST

4)ব্রাজিল নাটের মতো দেখতে ভূমিরূপ হল-
a.ভেন্টিফ্যাক্ট
b.ড্রাইকান্টার
c.আইকান্টার
d.ট্রাইকান্টার
Ans:-a
5) জিউগেন এর ক্ষেত্রে নরম ও কঠিন শিলার অবস্থান-
a.অনুভূমিক
b.উলম্ব
c.অনুভূমিক ও উলম্ব
d.কোনোটিই নয়
Ans:-a
6)  ককপিট কান্ট্রি কাকে বলে?
a. অস্ট্রেলিয়াকে
b.ব্রাজিলকে
c.জামাইকাকে
d.কাজাখস্তানকে
Ans:-c
7) Terra Rossa  থেকে কী সংগ্রহ করা হয়?
a.বক্সাইট
b.গ্যালিনা
c.হিরে
d.কোন্ডারাম
Ans:-a
8)Terra Rossa নামকরন করেন কে?
a.ক্যুবিয়েনা
b.ম্যালট
c.হয়েট
d.ডেভিস
Ans:-a
9) Spa Town কোন প্রস্রবণের কাছে গড়ে ওঠে?
a.দ্রবণ প্রস্রবণ
b.খনিজ প্রস্রবণ
c.যুগ্ম প্রস্রবণ
d. যৌগিক প্রস্রবণ
Ans:-b
(এই প্রশ্নটার সম্পর্কিত প্রশ্ন ইন্টারভিউে ধরা হয়েছিল; 
spa Town এর উদাহরণ হলঃ- ভরতের রাজগীর, ইংল্যান্ডের চেলটেনহাম স্পা; আশাকরি সবার কাজে লাগবে)
10) ছোট আয়তনের উভালাগুলি কি নামে পরিচিত?
a.পোলজি
b.পোনর
c.জামা
d.ক্যাল্ক টুফা
Ans:- c
11.মেক্সিকোতে ধান্দ কী নমে পরিচিত?
a.শটস্
b.বোলসন
c.সালইনা
d.সিঙ্ক
Ans:-b
12.বালুকাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত?
a.আর্গ
b.কুম
c.রেগ
d.হামাদা
Ans:-a
13.শিলাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত?
a.আর্গ
b.কুম
c.রেগ
d.হামাদা
Ans:- d
14.দ্রাস বালিয়াড়ি দেখতে--
a. তিমি মাছের পিঠের মতো।
b.তারা মাছের পিঠের মতো।
c.পিরামিডের মতো।
d.সবকটি
Ans:-a
15.একাধিক  বার্খান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয়--
a. অ্যাকলে
b.সিফ
c.রোর্ডস
d.রোজেন
Ans: a
16. বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে--
a.গ্রাবরেখা
b.টিলাইট
c.ভ্যালিট্রেন
d.ব্যবচ্ছিন্ন সমভূমি
Ans:-c
17.টেরারোসা মূলত কোন জলবায়ুতে সৃষ্টি  হয়?
a.ক্রান্তীয় অঞ্চলে
b.মরু অঞ্চলে 
c.নিরক্ষীয় অঞ্চলে
d.ভূমধ্যসাগরীয় অঞ্চলে
Ans:-d
18.'ফনটেন দ্য ভ্যক্লুস' প্রস্রবণটি কোথায় অবস্থিত? 
a.রাইন নদী উপত্যকা
b.টেমস নদী উপত্যকা 
c.রোন নদী উপত্যকা
d.নর্মদা নদী উপত্যকা 
Ans :-c
19.কার্স্ট উপত্যকার আকৃতি কেমন?
a. V  আকৃতির
b.U আকৃতির 
c.I আকৃতির 
d.সবকটি
Ans:-b
20.গোলাকার শিলা দ্বারা গঠিত কারেণ--
a.ট্রিট কারেণ
b.রুন্ড কারেণ
c.ক্লুফট কারেণ
d.রিল কারেণ
Ans:-b
21.ভারতে গ্যালারী গুহা কোথায় দেখা যায়?
a.মেঘালয়ে
b.অন্ধ্রপ্রদেশে
c.মধ্যপ্রদেশে
d.বিহারে
Ans:-b
22.কারেন অপেক্ষাকৃত বৃহৎ ও দীর্ঘখাত যুক্ত হলে তাকে বলে-
a.ল্যাপিস
b.আভেন
c.কার্টেন
d. বোগাজ
Ans:-d
23.ভারতে বোরা গুহার উপরিতল থেকে জানালা দিয়ে কোন নদী দেখা যায়?
a.মহানদী
b.গোদাবরী
c.গোস্থানী
d.অমরা নদী
Ans:-c
24.চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে ঢেউ খেলানো খাঁজকাটা পর্দার মত ভূমিরূপ হল--
a.ড্রেপ
b.ড্রিপস্টোন
c.হেলিকটাইট
d.পিলার
Ans:-a
25. পৃথিবীর দীর্ঘতম চুনাপাথর গুহা হল
a) ভিয়েতনামের  শন দুৎ 
b) ভারতের দেরাদুন 
c) ফিলিপাইন্সের চকোলেট হিলস
d) কোনোটিই নয়
Ans:-a
26.পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহা-
a) ম্যামথ
b) ক্রুবেরা
c) লেচুগিয়া
d) কোনোটিই নয়
Ans):-a
27. চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবন খাত বিশিষ্ট কার্স্ট ভূমিরূপ কে ল্যাপিস বলা হয় কোথায় ?
a) ফ্রান্সে
b) জাপানে 
c) জার্মানিতে
d) মেক্সিকোতে
Ans):-a
28. কোন অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায়?
a) ক্রোয়েশিয়া
b) কালাহারি 
c) তাসমানিয়া 
d) আর্জেন্টিনা
Ans):-a
29. অগভীর প্লায়া হ্রদ গুলোকে আফ্রিকার সাহারায় বলে
a)হামাদা 
b) আর্গ
c) শটস্
d) রেগ
Ans):-c
30.পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি?
a) আটাকামা
b) গোবি
c) সাহারা
d) থর
Ans):-a
31. কার্স্ট অঞ্চলে ক্ষয়চক্রের প্রবক্তা
a) Beede & cvijic
b) C.A. Malott
c) Gaardner
d) Swinnerton
Ans):-a
32.ইয়ারদাঙ এ শিলার বিন্যাস কিরুপ- 
a) উল্লম্ব 
b) অনুভূমিক 
c) উল্লম্ব  ও অনুভূমিক 
d) কোনোটাই নয়
ans):-a
33.  চলমান বালিয়াড়ি কে বলে -
a) শটস্ 
b) ওয়াদি
c) ধ্রিয়ান
d) প্লায়া
ans):-c
34. Deflation Armour অাসলে কী?
A. গৌর
B. রেগ
C. ধান্দ
D. হামাদা
ANS):-d
35.Desert pavement কী?
A. হামাদা
B. রেগ
C. ধান্দ
D. গৌর
ANS):-b
36. পিয়াংকিয়াং গর্তের নামকরন করেন কে? 
A. বার্কে ও মরিস
B. মরিস
C. বার্কে
D. ম্যালট
ANS):-a
37. অাকলে বালিয়াড়ির সামনের অংশকে কি বলে? 
A. লিংগুয়েল
B. বার্খানয়েড
C. শিং
D. রোডস
ANS):-a
38. ইয়ার্দাঙ কোন প্রক্রিয়ায় সৃষ্ট হয়?
A.  ঘর্ষন
B. অবঘর্ষন
C. দ্রবন
D. অপসারন
ANS):-b
39. কোথায় অাম্লিক লাল রঙের কাদার অাস্তরন কে টেরারোজা বলে?
A.  জার্মানি
B. ফ্রান্স
C. ইতালি
D.  USA
ANS):-c
40. ডোলাইন পরস্পর যুক্ত হয়ে যে তারকাকৃতি গর্ত কে কি বলে?
A.  কার্স্ট হ্রদ
B. ককপিট
C. জামা
D. হামস
ANS):-b
41. কেজেল কাস্ট কিসের উদাহরন?
A.  হামস
B. গুহা
C. উভালা
D. পোলজে
AND):-a
42. কার্স্ট অঞ্চলে কোন প্রক্রিয়াটি  বেশি কার্যকরি
A. carbonation
B. oxidation
C. Hydation
D. hydrolysis
ANS):a
43. ফুলের পাপড়ির মত দেখতে ভূমিরুপ হল
A. হেলিগমাইট
B. গ্লোবুলাইট
C. অ্যানথোডাইট
D. ড্রেপ
ANS):-c

44. ইনসেলবাজ গভীর ভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে
A. বনহার্ড
B. ক‍্যাসেল কপিজ
C. টর
D. টেরিস
ANS):-b
45. পৃথিবীর দীর্ঘতম পোলজি হল 
A. লিভনো
B. সোজনে
C. হামস
D. নায়াগ্ৰা
ANS):-a
46. মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে-
A. কককোম
B. লুট
C. টেরিস
D. করিডর
ANS):-c
47. পৃথিবীর বৃহত্তম প্লায়া --
A. লা প্লায়া
B. প‍্যান
C. সবখা
D. স‍্যালিনা
ANS):- a
48.স্ট্র‍্যালাকমাইট ও স্ট্র‍্যালাকটাইট কোন শিলায় দেখা যায়
A. বেলে পাথর
B. কাদাপাথর
C. গ্ৰানাইট
D. চুনা পাথর
ANS) :-d
49.সোয়ালো হোল ফ্রান্স এ কি নামে পরিচিত?
A. পুইট
B. সচ
C. আভেন
D. গুফ্রে
ANS) :-b
50. হামসকে রাবণ ভাটা বলে--
A. রায় পুর 
B. দূগ জেলা
C. ধনিয়াখালি
D. বেনিয়োড়
AND) :-a
51. সম্বর প্লায়া অবস্থিত 
A. আরব
B. আফ্রিকা
C. অস্টেলিয়া
D. ভারত
ANS):-d