WBSLST

সফলতার দিকে একধাপ...

Saturday, August 25, 2018

Cyclic and Non-Cyclic concepts; Landscape Evolution, Geomorphic hazards.


Cyclic and Non-Cyclic concepts; Landscape Evolution, Geomorphic
hazards :--

1."Erosion can not wait for the completion of Upliftment"- কে বলেছেন?
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হ্যাক
Ans:-b

2.স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা কে দেন?
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হ্যাক
Ans:-a

3.'Cyclic nature of earth history'- ধারণার প্রবক্তা কে?
a.জেমস হার্টন
b.ডেভিস
c.ডারউইন
d.উইলিয়াম থর্নবেরি
Ans:-a

4. 'Pediplaination' তত্ত্ব দেন-
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হ্যাক
Ans:-c

5.পেনিপ্লেনের উপর কঠিন শিলাগঠিত অবশিষ্ট  টিলা হল-
a.ইনসেলবার্জ
b.মোনাডনক
c.র‍্যান্ডক্ল্যাফট
d.নিকবিন্দু
Ans:-b

6.একটি অঞ্চলে ক্ষয়চক্র সম্পূর্ণ হলে-
a. আবদ্ধ নিয়মতত্ত্ব
b.  উন্মুক্ত নিয়মতত্ত্ব
C.আংশিক উন্মুক্ত 
d. সবকটি

7. কাস্ট ক্ষয়চক্র সম্পর্কে প্রথম ধারণা দেন--
a.Beede
b.Davis
c.Cvijic
d.Penk
Ans:-a

8.পশ্চিমবঙ্গের নিম্নোক্ত  কোন জেলা ক্ষয়ের শেষ সীমায় অবস্থান করছে?
a.মালদহ
b. নদীয়া
c.পুরুলিয়া
d. দঃ২৪ পরগণা
Ans:-d

9.  বন্যা নিয়ন্ত্রণের উপায় হল-
a.গভীর কূপ খনন করা
b.   বৃক্ষছেদন করা
c. শুষ্ক কৃষির প্রবর্তন করা
d.জল সংরক্ষণ প্রকল্প চালু করা
Ans:-d

10.শুষ্কতার ক্ষয়চক্র কীসের দ্বারা সম্পন্ন হয়?
a.বায়ু
b.নদী
c.হিমবাহ
d.সমুদ্রতরঙ্গ
Ans:-a

11.চক্র কথা প্রথম কে বলেন?               
 A.গিলবাড।                 
 B.পেঙ্ক                              
 C.কিং                            
 D.হটন
ANS) D


12. সিস্টেম কয় প্রকার?    
A.দুই                               
B.তিন                             
C.চার                               
Dপাঁচ
ANS) D


13. প্যানফ্যান কথাটি কে ব্যবহার করেন?         A.ক্রিকমে                              
B.লসন                              
C.ডেভিস                             
D.কিং
ANS)B


14. পর্যায়িত ঢালের কথা কে বলেন?             
A.লসন                             
B.কিকমে                               
C.হ্যাক                               
D.গিলবার্ড
ANS)D

15. Endrumpft কথাটি কার ক্ষয় চক্রের সাথে যুক্ত?                             
A.পেঙক                                 
B.কিং                                  C.ডেভিস                                  
D.লসন
ANS)A

16. L.c kingপেডিপ্লেন তৈরি চক্রের অবতারণা করেন
A. ১৯৪৮সালে
B. ১৯৫২সালে
C. ১৯৫০ সালে
D. ১৯৪৭ সালে
ANS)a


17.গতিশীল ক্ষণস্থায়ী ভারসাম্য তত্ত্ব দেন
A. হ‍্যাক
B. চোরলে
C. স্কুম
D. কিং
ANS)c

18. ভৃগুতট এর পশ্চাদাপসরণ ধারণাটি কে দিয়েছিলেন ?
a) পেঙ্ক
b) ডেভিস
c) ক্রিকমে
d) এল.সি.কিং

ans) d

19. গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন ?
a) চার্লস ডারউইন
b) ডেভিস
c) জে টি হ্যাক
d) এল.সি.কিং

ans) c

20. পৃথিবী চক্রাকার বিবর্তনের ইতিহাস ধারণাটির প্রবক্তা হলেন ?
a) চার্লস ডারউইন
b) ডেভিস
c) জে টি হ্যাক
d) জেমস হাটন

ans) d
21. ডেভিসের মতে সমুদ্রপৃষ্ঠ বরাবর বিভাগটির উত্থান হবে ?
a) উল্লম্বভাবে 
b) অনুভূমিকভাবে 
c) তীর্যকভাবে 
d) বক্রাকারে

ans) a

22.স্বাভাবিক ক্ষয়চক্র বলতে বোঝায় ? 
a) হিমবাহের ক্ষয়চক্রকে 
b) নদীর ক্ষয়চক্রকে
c)  মরু ক্ষয়চক্রকে
d) সামুদ্রিক ক্ষয়কার্যকে

ans) b
23.  নদীর ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয় ?
a) পরবর্তী নদীর 
b) বিপরা নদীর 
c) অনুগামী নদীর 
d) অধ্যারোপিত নদীর

ans) a

24. ডেভিসের মতে স্বাভাবিক হয় চক্রের অন্তর্গত সমগ্র অঞ্চলটির জলবায়ু হবে ?
a) চরমভাবাপন্ন প্রকৃতির 
b) শীতল প্রকৃতির 
c) নাতিশীতোষ্ণ প্রকৃতির 
d) আর্দ্র প্রকৃতির

ans) d

25. 'Landscape is a function of structur,  process and stage'-  উক্তিটি কার?
a.ডেভিস
b.হাটন
c.পেঙ্ক
d.কিং
 Ans:-a
26.' অসম বিকাশতত্ত্ব' কে দেন?
 a.ডেভিস
b.হাটন
c.পেঙ্ক
d.ক্রিকমে
Ans:-d

27.স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গড়ে ওঠা ভূমিরূপ হল-
a.স্বাভাবিক বাঁধ
b.মোনাডনক
c.নদীচর
d.সবকটি
Ans:-d

28.স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে সমপ্রায় ভূমির উপর ক্ষয়প্রতিরোধী কঠিন শিলার ঢিবি কি নামে পরিচিত?
a.মোনাডনক
b. ইনসেলবার্জ
c.পেডিমেন্ট
d.প্লাবন ভূমি
Ans:-a

29.স্বাভাবিক ক্ষয়চক্র বলতে বোঝায়--
a.শুষ্কতার ক্ষয়চক্র
b.হিমবাহের ক্ষয়চক্র
c.নদীর ক্ষয়চক্র
d.বায়ুর ক্ষয়চক্র
Ans:-c

30.'জিওগ্রাফিক্যাল এসে' গ্রন্থের লেখক হলেন-
a.ডেভিস
b.পেঙ্ক
c.কিং
d.হাটন
Ans:-a

31.পেডিপ্লেনের মাঝে মাঝে অবশিষ্ট থাকা পাহাড় কি নামে পরিচিত?
a.মোনাডনক
b.প্লায়া
c.পেডিমেন্ট
d.ইনসেলবার্জ
Ans:-d

32.'Panplain' এর ধারণা কে দেন?
a.ডেভিস
b.পেঙ্ক
c.ক্রিকমে
d.কিং
Ans:-c

33. 'Peneplain' এর ধারণা কে দেন?
 a.ডেভিস
b.পেঙ্ক
c.ক্রিকমে
d.কিং
Ans:-a

34.ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্রের প্রস্তাব করেন--
a. 1980সালে
b.1899 সালে
c.1910 সালে
d.1950 সালে
Ans:-b

35.সময় নির্ভর ঐতিহাসিক মতবাদ হল-
a.ডেভিসের মতবাদ
b.পেঙ্কের মতবাদ
c.কিং এর মতবাদ
d.সবকটি।
Ans:-d.

36. ইনসেলবার্জ ক্ষয়িত হয়ে মস্তকবিশিষ্ট গম্বুজে রূপান্তরিত হলে তাকে কি বলে?
a.বোনহার্ড
b.ক্যাসেল কপিজ
c.পেডিমেন্ট
d.পিডমন্ট ট্রপেন
Ans:-a

37.Episodic Erosion Model কে দেন?
a.হ্যাক
b.স্কুম
c.পামকুয়িস্ট
d.কিং
Ans:-b

38.পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ নয়--
a.নদীমঞ্চ
b.নিক বিন্দু
c.বদ্বীপ
d. উপত্যকার মধ্যে উপত্যকা 
Ans:-c

39.ক্ষচক্রের বাধার ক্ষেত্রে স্থিতিশীল রূপান্তর হল-
a.নদীর বোঝা হ্রাস
b.অগ্নুৎপাত
c.ভূমির উত্থান
d.শীতলতা বৃদ্ধি
Ans:-a

40.পেঙ্ক কোন ঢাল সৃষ্টির পর্যায়কে 'গ্লিচফরমিজ এনটুইকলাঙ' বলেছেন?
a.উত্তল ঢাল
b.সমঢাল
c.অবতল ঢাল
d.কোনোটিই নয়
Ans:-b.

41.পেঙ্ক কোন ঢাল সৃষ্টির পর্যায়কে ' আউসটজেন্ডি এনটুইকলাঙ' বলেছেন?
a.উত্তল ঢাল
b.সমঢাল
c.অবতল ঢাল
d.কোনোটিই নয়
Ans:-a

42.পেঙ্ক কোন ঢাল সৃষ্টির পর্যায়কে ' অ্যাবস্টিজেন্ডি এনটুইকলাঙ' বলেছেন?
a.উত্তল ঢাল
b.সমঢাল
c.অবতল ঢাল
d.কোনোটিই নয়
Ans:-c
Penck Cycle of Erosion Model
Fig:-Penck Cycle of Erosion Model  



No comments:

Post a Comment