WBSLST

সফলতার দিকে একধাপ...

Friday, August 17, 2018

Landform and Process(Marine)

Landform and Process(Marine):-

1.তরঙ্গবাহিত শিলাখন্ডের সঙ্গে সমুদ্রবক্ষের ঘর্ষণ কী নামে পরিচিত?
a. ঘর্ষণ
b.অবঘর্ষ
c.দ্রবণ
d.ক্লাপোটিস
Ans:-b
2.ভারতের কোন উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায়?
a.গোয়া
b.ওড়িশা
c.মহারাষ্ট্র
d.গুজরাট
Ans:-a
coral reef;marine
coral reef

3.সমুদ্রজলের নিম্নসীমা থেকে উর্ধ্বসীমা পর্যন্ত উপকূলের অংশকে বলে-
a.সম্মুখ তটভূমি
b.পশ্চাৎ তটভূমি
c.কোভ
d.বাইট
Ans:-a
4. ভারতের কোন উপকূল যৌগিক প্রকৃতির?
a.উত্তর সরকার
b.মালাবার
c.করমন্ডল
d.গুজরাট
Ans:-b
5. ছোট উপসাগর কী নামে পরিচিত?
a.স্ট্যাক
b.বে বার
c.কোভ
d.রিয়া
Ans:- c
6. অনুদৈর্ঘ্য তরঙ্গের আকৃতি হল--
a.বৃত্তাকার
b.উপবৃত্তাকার
c.সমান্তরাল
d.রৈখিক
Ans:-a
7.গভীর উপকূলে সোয়াস ও ব্যাকওয়াশের মিলনে সৃষ্ট তরঙ্গ কী নামে পরিচিত?
a.বিনাশকারী তরঙ্গ
b.গঠনকারী তরঙ্গ
c.ক্ল্যাপোটিস
d.সবকটি
Ans:- c
8. চোরাস্রোত বলে-
a.সোয়াশকে
b.ব্যাকওয়াশকে
c.প্লাঞ্জকে
d.কোনটিই নয়
Ans:-b
9.সমুদ্র ভৃগু সৃষ্টির সময় তৈরি হওয়া খাঁজে তরঙ্গের আঘাতে ক্রমশ বড়ো হয়ে যে খাদে পরিণত হয় তাকে কী বলে?
a.গালি
b.র‍্যাভাইন
c.গ্লুপ
d.ক্যাজম
Ans:-d
10.হিমবাহ অধ্যুষিত অঞ্চলে দেখা যায়-
a.রিয়া উপকূল
b.ফিয়র্ড উপকূল
c.ডালমেশিয়ান উপকূল
d.টম্বলো
 Ans:- b
11. রিয়া উপকূলের আকৃতি অনেকটা-
a)বৃক্ষের মতো 
b) U এর মতো
c) ফানেলের মতো 
d) ব্যাঙের ছাতার মতো
Ans) c
12. অস্ট্রেলিয়ার "গ্রেট বেরিয়ার রীফ" এর উদাহরণ
a) প্রান্ত প্রবাল প্রাচীর 
b) প্রতিবন্ধক  প্রবাল প্রাচীর 
c) বলয়াকৃতি প্রবাল প্রাচীর
d) সবগুলো
Ans) b
13. কেরল উপকূলের পিছনে সৃষ্ট  উপহ্রদগুলিকে বলা হয়-
a) টেরেস
b) ভৃগু
c) ফিয়র্ড
d) কয়াল
Ans) d
14. সমুদ্রতরঙ্গ সৃষ্টির প্রধান কারণ-
a) ভূমিকম্প 
b) বায়ুপ্রবাহ
c) অগ্ন্যুত্পাত 
d) সমুদ্রস্রোত
Ans) b
15. ভারতের একটি উপহ্রদ বা লেগুন হল-
a) ডাল হ্রদ
b) পুলিকট হ্রদ 
c) সম্বর হ্রদ 
d) লোকটাক হ্রদ
Ans) b
16. উন্মুক্ত সমুদ্রে বায়ুপ্রবাহ যতটা দূরত্ব অতিক্রম করে, তাকে বলে-
a) ফেচ 
b) প্লাঞ্জ
c) টম্বোলো
d) স্পিট
Ans) a

17. দুটে স্পিট স্থলভাগ থেকে বিস্তৃত হয়ে সমুদ্রে মিলিত হলে,  তাকে বলে-
a) হুক
b) কাস্পেট ফোরল্যান্ড
c) লেগুন
d) টম্বলো
Ans) b
18.পৃথিবীর বৃহত্তম লেগুন টি হল-
a) চিল্কা হ্রদ 
b) পুলিকট হ্রদ 
c) নিউ ক্যালিডোনিয়া হ্রদ 
d) গারাবোগাজ হ্রদ
Ans) c
19. উপকূলের সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে তাকে কী বলে?
a) জিও
b)  তট ভূমি
c)পুরাদেশীয় বাঁধ
d)ফেচ
Ans) c
20. সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনদিক স্থলবেষ্টিত সমুদ্র কে বলে-
a)টম্বোলো 
b) স্ট্যাক
c) সৈকতভূমি
d) উপসাগর
Ans) d
21. ফেচ কোন এককে প্রকাশ করা হয়?
A. কিমি
B. নটিক্যাল কিমি
C. নটিক্যাল মাইল
D. মাইল
Ans:-c
22. ভারতের ব্যারেন দ্বীপ কী ধরনের উপকূলের উদাহরন?
A. প্রশমিত
B. ফিয়র্ড
C. রিয়া
D. মিশ্র
ANS):-a
23. অাঞ্চলিক গঠন অনুসারে উপকূল কে কয় ভাগে ভাগ করা হয়?
A. ২
B. ৩
C. ৪
D. ৫
ANS):-A
24. Mud flate অঞ্চলের উদাহরন?
A. থর মরুভূমি
B. পার্বত্য অঞ্চল
C. সুন্দরবন
D. সমভূমি অঞ্চল
ANS):-C
25. 'Old man of hoy' কিসের উদাহরন?
A.stack
B. stamp
C. gloup
D. sea cave
ANS):-A
26. Geo ভূমিরুপটির নামকরন করা হয় কোন দ্বীপপুঞ্জে?
A.  স্কটল্যান্ড
B. ফ্যারো
C. ব্যারেন
D. A+B
AND):-D
27. surf  তৈরী হয় কোন তরঙ্গের ফলে
A. অনুদৈর্ঘ্য
B. অনুপ্রস্থ
C. স্থির 
D. সবগুলি
ANS) :-A
28.অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের সমুদ্র খিলান কি নামে পরিচিত?
a. অস্ট্রেলীয় ব্রিজ
b. লন্ডন ব্রিজ
c.ভিক্টোরিয়া মিথ
d.সবকটি
Ans:-a
29. প্রতিবন্ধক দ্বীপের নামকরণ করেন-
a. পাইস
b. ডেভিস
c.লুইস 
d.মরিস
Ans:-a
30.টম্বলো দেখা যায় ভারতের-
a.অন্ধ্র  উপকূলে
b. কোঙ্কন উপকূলে
c. কেরল উপকূলে
d. সবকটি
Ans:-b
31.যে রেখা বরাবর ঊর্মিভঙ্গ ঘটে তাকে
A.খিলান
B. প্লাজরেখা
C. উপসাগর
D. ক্ল‍্যাপোটিস
ANS):- b
32.সমুদ্র তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে জল ও বাতাস বের হয় তাকে কী বলে?
A. জিও
B. বাইট
C. ব্লোহোল
D. সমুদ্র গুহা
ANS) :C
33.ব্লোহোল স্কটল‍্যান্ডে কি নামে পরিচিত
A. স্টাক
B. কোভ
C. জিও
D. গ্লুপ
ANS):D
34.সামুদ্রিক অবক্ষেপনের ফলে সৃষ্টি হয়--
A. ফেচ
B. স্পীট
C. হুক
D. রিপল
ANS):B
35.লুপ ও বাঁধ এর মধ্যবর্তী আবদ্ধ সমুদ্র কে কী বলে?
A. লেগুন
B. জিও
C. বার্ম
D. ফেচ
ANS):-A
36.অগভীর সমুদ্রের অতি ছোট তরঙ্গ কে কী বলে?
A. ক‍্যাপিলারি তরঙ্গ
B. অভিকর্ষীয় তরঙ্গ
C. অসিলেটেরি তরঙ্গ
D. ইরোটেশনাল তরঙ্গ
Ans:-A



No comments:

Post a Comment